Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

হেলমেটে বাধ্যবাধকতা

প্রকাশের সময় : ৩ জুলাই, ২০১৬, ১২:০০ এএম

স্পোর্টস ডেস্ক : বলের আঘাতে ক্রিকেটারদেও আহত-নিহতের ঘটনা ঘটেছে বেশ কয়েকবার। অনেক আগে থেকেই তাই মাঠে হেলমেটের ব্যবহার বাথ্যতামূলক করার দাবি ওঠে। অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান ফিল হিউসের মৃত্যুর পর থেকে সেই দাবি আরো জোরালো আকার ধারণ করে। এর পরও ক্রিকেটে আরও বেশ কজন ব্যাটসম্যান চোট পেয়েছেন বলের আঘাতে। ক্রিকেট বিশ্বে হেলমেট ব্যবহার বাধ্যতামূলক করার দাবি উঠলেও আপাতত সেটি করল না আইসিসি। তবে আন্তর্জাতিক ম্যাচে ব্যাটিংয়ের সময় হেলমেট পরতে হলে তা অবশ্যই হতে হবে ব্রিটিশ স্ট্যান্ডার্ড অনুযায়ী তৈরি।
এডিনবরায় আইসিসির সভা শেষে শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে এই সিদ্ধান্ত। ব্রিটিশ স্ট্যান্ডার্ড হেলমেটের ওপরের অংশের সঙ্গে গ্রিলের ব্যবধান সাধারণ হেলমেটের চেয়ে বেশ কম। এটি দুদিকে ‘অ্যাডজাস্টেবল’ নয়, তাতে নড়াচড়া করে কম। এতে বলর কোনোভাবেই হেলমেটের ফাঁক গলে ঢুকতে পারে না। সদস্য দেশগুলোকে আইসিসি অনুরোধ করেছে, ব্রিটিশ স্ট্যান্ডার্ড হেলমেট ব্যবহারের উপকারিতা সম্পর্কে নিজেদের ব্যাটসম্যানদের শিক্ষিত করে তুলতে। গত মাসের শুরুর দিকে সভা শেষে ব্রিটিশ স্ট্যান্ডার্ড হেলমেট ব্যবহার বাধ্যতামূলক করার সুপারিশ করেছিল আইসিসি ক্রিকেট কমিটি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: হেলমেটে বাধ্যবাধকতা
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ