Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

১০৩-এ থামলেন

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৭ ফেব্রুয়ারি, ২০২০, ১২:২৬ এএম

মারা গেলেন হলিউডের কিংবদন্তি অভিনেতা কার্ক ডগলাস। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ১০৩ বছর। বিবিসি জানায়, কার্কের ছেলে অস্কারজয়ী অভিনেতা মাইকেল ডগলাস বুধবার সন্ধ্যায় এক ইনস্টাগ্রাম পোস্টে তার বাবার মৃত্যুর সংবাদ নিশ্চিত করেন।

১৯১৬ নিউইয়র্কে জন্মগ্রহণ করেন কার্ক। ছয় দশক ধরে পর্দা কাঁপিয়েছেন শতবর্ষী এই অভিনেতা। হলিউডের স্বর্ণযুগের অভিনেতা বলা হয়ে থাকে কার্ককে। যুক্ত ছিলেন পরিচালনা ও প্রযোজনার সঙ্গেও। ৯০ দশকে স্ট্রোক করে অভিনয় জীবন থেকে সরিয়ে নেন। পরে আত্মজীবনী লিখে আলোচিত হন। জীবনের শুরুতে কার্ক যোগ দিয়েছিলেন মার্কিন নৌবাহিনীতে। দ্বিতীয় বিশ্বযুদ্ধেও অংশ নেন তিনি।
১৯৬০ সালে ক্ল্যাসিক সিনেমা ‘স্পার্টাকাসের’ জন্য বিখ্যাত এই কিংবদন্তি তারকা। ১৯৪৯ সালে বক্সহিট ‘চ্যাম্পিয়ন’ সিনেমা দিয়ে অস্কারের জন্য প্রথম মনোনয়ন পান তিনি। এরপর ‘দ্য ব্যাড’ এবং ‘দ্যা বিউটিফুল অ্যান্ড লাস্ট ফর ফোর লাইফ’ সিনেমার জন্যও দুইবার মনোনীত হয়েছিলেন কার্ক। তবে ১৯৯৫ সালে বিশেষ সম্মাননা নিয়েই সন্তুষ্ট হতে হয়েছিল কার্ককে। তার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনেছিলেন হলিউডের কিংবদন্তি অভিনেত্রী নাতালি উড। সিনেমায় রোল দেয়ার বিষয়ে আলোচনা করতে হোটেলে ডেকে তাকে ধর্ষণ করেছিলেন কার্ক।
তিন তিনবার অস্কার পুরস্কার পেয়েছিলেন শিশু অভিনেতা থেকে মার্কিন নায়িকা হয়ে ওঠা নাতালি। ১৯৮১ সালে ৪৩ বছর বয়সে নৌকা ভ্রমণে গিয়ে পানিতে ডুবে রহস্যময় মৃত্যু ঘটেছিল তার।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ