নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
স্পোর্টস ডেস্ক : আসবেন, খেলবেন, বিদায় নেবেন- এই অমোঘ বাণীটি বুকে ধারণ করেই ক্রীড়াঙ্গণে নাম লেখান ফুটবলার, ক্রিকেটার থেকে শুরু করে তাবৎ ক্রীড়াবিদরা। তবে এর আগে আর কারো অবসরের ঘোষণা বিশ্ব ক্রীড়াঙ্গণকে এতটা আলোড়িত করেছিলো কি না জানা নেই। লিওনেল মেসি আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর গ্রহণের ঘোষণার পরই উত্তাল ফুটবল বিশ্ব। অবসরের সিদ্ধান্ত থেকে সরে আসার জন্য একের পর এক অনুরোধও যাচ্ছে তার কাছে। নিজের ভক্ত থেকে শুরু করে ফুটবল কিংবদন্তি ম্যারাডোনা, রোনাল্ডো থেকে শুরু করে আর্জেন্টিনার প্রেসিডেন্ট পর্যন্ত তাকে ফিরে আসার অনুরোধ জানান। এমনকি তার এই অকালে বিদায় বলাতে হাতাশায় পুড়ছে চীরপ্রতিদ্ব›িদ্ব ব্রাজিল শিবিরও। আর এবার এ তালিকায় নাম লেখালেন ফুটবলের আরেক কিংবদন্তি কালো মানিক খ্যাত পেলে। মেসিকে তার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার অনুরোধ জানিয়েছেন পেলে। এ কিংবদন্তি বলেন, ‘এটা সকলেই মানবেন যে, গত এক দশকে এই বিশ্বের সেরা ফুটবলারের নাম লিওনেল মেসি। অবসরের সিদ্ধান্ত চিন্তাভাবনা করুক মেসি। আশা করব যে, ও আমার অনুরোধ রাখবে। ওর ফুটবলে ফিরে আসা সকলের পক্ষেই অত্যন্ত জরুরি।’
কোপা আমেরিকার শতবর্ষী আসরের ফাইনালে চিলির বিপক্ষে টাইব্রেকারে ৪-২ ব্যবধানে হেরে বিদায় নিতে হয়েছে মেসির দল আর্জেন্টিনাকে। টানা তৃতীয়বার কোপার ফাইনাল খেলেও শিরোপা হাতছাড়া হলো আর্জেন্টিনার। টাইব্রেকারের প্রথম শটটিই আর্জেন্টিনার হয়ে নেন মেসি। আর সেটি লক্ষ্যভ্রষ্ট হয়। এরফলে হতাশায় মুষড়ে পড়েন তিনি। যা থেকে আসে অবসরের ঘোষণা। তবে পেলে মনে করেন, ‘যে পেনাল্টি শট নিতে যায়, তার শট লক্ষ্যভ্রষ্ট হতেই পারে। এটা ফুটবলেরই অঙ্গ। মেসি কেন তার জন্য নিজেকে অপরাধী মনে করছে। ওকে বিশ্বফুটবলের খুবই প্রয়োজন। ফুটবলের স্বার্থেই মেসিকে আবারো ফিরতে হবে।’
২৯ বছর বয়সী মেসি এ পর্যন্ত ব্যক্তিগতভাবে অনেক শিরোপা জিতলেও দেশের হয়ে বড় কোন শিরোপা জয় করতে পারেননি। এবারও কোপার ফাইনালে এভাবে হারের ফলে ভীষণ ভেঙে পড়েছেন ফুটবলের এই ক্ষদে জাদুকার। তাইতো তিনি হঠাৎ করেই অবসরের সিদ্ধান্ত নিয়েছেন।
ব্রাজিলের বিশ্বকাপ জয়ী সাবেক অধিনায়ক রোনাল্ডোও বিশ্বাস করেন, সিদ্ধান্ত পাল্টে আবারও মাঠে ফিরে আসবেন আর্জেন্টিনা অধিনায়ক। চীনের একটি নিউজ এজেন্সিকে দেওয়া এক সাক্ষাৎকারে এমনটিই আশা করেছেন সিনিয়র রোনাল্ডো। মেসি জাতীয় দলের জার্সি গায়ে আবারও মাঠ মাতাবেন এমনটিই বিশ্বাস করেন রোনাল্ডো। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি বিশ্বাস করি মেসি তার সিদ্ধান্ত পাল্টে আবারও ফিরে আসবে।’ অবশ্য তিনি মেসির এই সিদ্ধান্তকে সম্পূর্ণ ব্যক্তিগত বলেও মন্তব্য করেছেন। জিয়ানহু নামে ওই নিউজ এজেন্সিকে দেওয়া সাক্ষাৎকারে মেসির অবসর প্রসঙ্গে রোনাল্ডো বলেন, ‘আমরা মেসির চলে যাওয়াতে একদমই ছন্নছাড়া হয়ে গেছি। তবে এটি একদমই তার ব্যক্তিগত সিদ্ধান্ত। আমাদের সকলের উচিত তার সিদ্ধান্তকে সম্মান জানানো।’
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।