Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জোকোভিচের হার!

প্রকাশের সময় : ৩ জুলাই, ২০১৬, ১২:০০ এএম

স্পোর্টস ডেস্ক : উইম্বলডনের তৃতীয় রাউন্ড থেকেই বিদায় নিল পুরুষ এককের বর্তমান চ্যাম্পিয়ন নোভাক জোকোভিচ। আসরের সেরা এই চমক উপহার দিয়েছেন যুক্তরাষ্ট্রের স্যাম কুয়েরি। বৃষ্টির বিঘিœত ম্যাচে র‌্যাঙ্কিংয়ের ৪১ নম্বরধারী কুয়েরির কাছে ৬-৭, ১-৬, ৬-৩, ৬-৭ গেমে হেরেছেন পুরুষ এককের বর্তমান বিশ্বসেরা।
শুক্রবারের ম্যাচে প্রথম দুই সেট জিতে চমক উপহার দিয়ে এগিয়ে যান কুয়েরি। তৃতীয় সেটে ৬-৩ গেম ব্যবধানের জয়ে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিয়েছিলেন ১২টি গ্র্যান্ড ¯ø্যামের মালিক। কিন্তু শেষ পর্যন্ত হার মানতেই হয় তাকে। কুয়েরির কাছে হারে গ্র্যান্ড ¯ø্যামে জোকোভিচের টানা ৩০ ম্যাচের জয়যাত্রাও থামল। যুক্তরাষ্ট্রের এই খেলোয়াড়ের কাছে এ নিয়ে ক্যারিয়ারে দ্বিতীয়বার হারলেন জোকোভিচ। ২০১২ সালে বিএনপি পারিবাস ওপনে তিন সেটের লড়াইয়ে সার্বিয়ান তারকার বিপক্ষে ২-১ ব্যবধানে জিতেছিলেন কুয়েরি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জোকোভিচের হার!

৩ জুলাই, ২০১৬
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ