Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

‘বিশ বছর আগে যে অভাব ছিল আজ তা নেই’

ঈশ্বরদী (পাবনা) উপজেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ৬ ফেব্রুয়ারি, ২০২০, ১২:০০ এএম

বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল--আলম হানিফ এমপি বলেছেন, বিশ বছর আগে দেশে যে অভাব ছিল আজ আর তা নেই। বর্তমানে শেখ হাসিনার নেতৃত্বে দেশ উন্নয়নের রোল মডেল হিসেবে বিশ্বের দরবারে পরিচিতি লাভ করেছে।
গতকাল বুধবার সকালে ঈশ্বরদীর পাকশী আমতলায় আওয়ামী লীগ কার্যালয় চত্ত¡রে আয়োজিত তাকে দেয়া সংবর্ধনার জবাবে সংবর্ধিত অতিথির বক্তৃতায় একথা বলেন।

মুক্তিযোদ্ধা জনতা সংবর্ধনা কমিটি আয়োজিত এ অনুষ্ঠানে মুক্তিযুদ্ধ চলাকালীন বহির্বিশ্বে জনমত গঠনে ভ‚মিকা পালনকারী মো. রবিউল আলম ও বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা রশিদুল আলমকেও সংবর্ধনা দেয়া হয়।

সংবর্ধনা কমিটির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট সদরুল হক সুধার সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তৃতা করেন ঈশ্বরদী উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আলহাজ্ব নুরুজ্জামানবিশ্বাস, ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগের সভাপতি নায়েব আলী বিশ্বাস, ঈশ্বরদী পৌর মেয়র আলহাজ্ব আবুল কালাম আজাদ মিন্টু, পাকশী ইউনিয়নআওয়ামীলীগেরসভাপতি হাবিবুল ইসলাম, ঈশ্বরদী পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইছাহক আলী মালিথা ও পাকশী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণসম্পাদক সাইফুল ইসলাম বাবু মন্ডল প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: উন্নয়ন

২৩ ডিসেম্বর, ২০২২
১৮ ডিসেম্বর, ২০২২
২৮ অক্টোবর, ২০২২
২ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ