Inqilab Logo

বুধবার ২০ নভেম্বর ২০২৪, ০৫ অগ্রহায়ণ ১৪৩১, ১৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দৌলতখানে জমি সংক্রান্ত বিরোধ, হামলায় মহিলাসহ আহত ৬

দৌলতখান(ভোলা) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৫ ফেব্রুয়ারি, ২০২০, ৫:৩১ পিএম

ভোলার দৌলতখানে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে হামলায় মহিলাসহ অন্তত ৬ জন আহত হয়েছেন। উপজেলার দক্ষিণ জয়নগর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডে গতকাল বুধবার দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে। আহতরা জানান, প্রতিপক্ষ ফারুক গংদের সাথে দীর্ঘদিন ধরে জমি নিয়ে তাঁদের বিরোধ চলে আসছে। বুধবার দলবলসহ ফারুক গংরা তাদের ভোগদখলীয় জমির থেকে মাটি কেটে নিচ্ছিল। এসময় বাধা দিলে ফারুক ও তার ছেলে শফিকের নেতৃত্বে ৮/১০ জন ধারালো অস্ত্র, লাঠিসোটা ও ইটপাটকেল নিয়ে তাদের ওপর হামলা করে। এতে তাদের ৬ জন আহত হয়। এসময় ছিনিয়ে নেওয়া হয়েছে ১ লক্ষ টাকা। আহদের মধ্যে ধারালো অস্ত্রের আঘাতে মনিরুল ইসলাম বাচ্চু (৩২)ও তার স্ত্রী শিউলি আক্তারের(৩২) কানে গুরুতর জখম হয়। তারা দৌলতখান উপজেলা স্বাস্থ্য কম্পেøক্সে চিকিৎসাধীন। হামলায় আহত অন্যরা হলেন, ফয়জুর রহমান(২৬), সাথী আক্তার(১৯),বশির(৪০), নোমান(১৬)। এ ব্যাপারে অভিযুক্ত ফারুক গংদের সাথে যোগাযোগের চেষ্টা করেও সম্ভব হয়নি।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আহত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ