বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ফরিদপুরের ভাঙ্গায় ইট-বালু প্রভৃতি বহনের কাজে ব্যবহৃত ড্রাম ট্রাক ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ঘটনাটি ঘটেছে বুধবার উপজেলার ভাঙ্গা-মাওয়া মহাসড়কের সুর্য্যনগর জোবায়দা ফিলিং ষ্টেশনে। এ ঘটনায় গাড়িটির মালিক মোঃ ইব্রাহিম খাঁন গতকাল সন্ধ্যায় ভাঙ্গা থানায় একটি সাধারণ ডায়েরী করেছেন। জানা গেছে, উপজেলার বামনকান্দা গ্রামের ইব্রাহিম মুন্সী তার ইট-বালু বহনকারী ট্রাকটি(ফরিদপুর-ট-১১-০৪৫৬) নিয়ে ওইদিন চালক রাকিব হোসেন, প্রতিদিনের মত মালামাল নিয়ে পরিবহনের কাজে বের হন। পরে সন্ধ্যায় সুর্য্যনগর জোবায়দা ফিলিং স্টেশনে ট্রাকটি রেখে বাড়িতে আসে। পরে রাতে সংঘবদ্ব দুর্বৃত্তরা ট্রাকটি নিয়ে যায়। পরে বিভিন্ন স্থানে খুজাঁখুজি করে ট্রাকটির কোন হদিস করতে পারেননি। ট্রাকের মালিক ইব্রাহিম খাঁন জানান,তিনি প্রায় ২৬ লক্ষ টাকা দিয়ে সম্প্রতি ট্রাকটি ফরিদপুর টাটা শো রুম থেকে ক্রয় করেন। ওই গাড়ির চালক প্রতিদিনের মত ভাড়ার কাজ শেষ করে ট্রাকটি ফিলিং ষ্টেশনে রেখে আসেন। ওইদিন চালক ট্রাকটি আনার জন্য গেলে দেখতে পান যে,দুর্বৃত্তরা গাড়িটি ছিনতাই করে নিয়ে গেছে। এ ঘটনায় এলাকায় গাড়ির মালিকদের মধ্যে আতংক বিরাজ করছে।
উল্লেথ্য যে,সম্প্রতি মাইক্রোবাস,মোটরসাইকেলসহ বেশ কয়েকটি গাড়ি দুর্বৃত্তচক্ররা নিয়ে গেছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।