পোশাক রপ্তানিতে উৎসে কর ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব
আগামী পাঁচ বছরের জন্য তৈরি পোশাক রপ্তানির বিপরীতে প্রযোজ্য উৎসে করহার ১ শতাংশ থেকে হ্রাস করে ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করেছে পোশাক খাতের দুই সংগঠন
নগরীর রেডিসন ব্লু-এর মোহনা হলে চার দিনব্যাপী ‘রিহ্যাব চট্টগ্রাম ফেয়ার-২০২০’ আগামীকাল বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে। ‘স্বপ্নীল আবাসন সবুজ দেশ, লাল সবুজের বাংলাদেশ’ এ স্লোগানে অনুষ্ঠেয় এবারের ফেয়ারে ৫৫টি প্রতিষ্ঠানের ৭৩টি স্টল অংশ নিচ্ছে। এছাড়া প্রথমবারের মত গোল্ড স্পন্সর হিসেবে দুটি প্রতিষ্ঠান অংশগ্রহণ করছে।
গতকাল মঙ্গলবার চট্টগ্রাম ক্লাব অডিটোরিয়ামে আয়োজিত সংবাদ সম্মেলনে রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) ভাইস প্রেসিডেন্ট ও চট্টগ্রাম রিজিওনাল কমিটির চেয়ারম্যান আবদুল কৈয়ূম চৌধুরী এ তথ্য জানান।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে কৈয়ূম চৌধুরী বলেন, অবকাঠামোগত সমৃদ্ধির ক্ষেত্রে সরকারের সাথে বড় সহযোগী হিসেবে কাজ করছে আবাসন শিল্পের একমাত্র প্রতিষ্ঠান রিহ্যাব। সকলের সম্মিলিত প্রচেষ্টায় আগামী প্রজন্মের জন্য একটি সুন্দর ও পরিকল্পিত বাসযোগ্য নগরী গড়ে তোলা হচ্ছে রিহ্যাবের অন্যতম লক্ষ্য। প্রকৃতি কন্যা চট্টগ্রামকে সবুজ নিরাপদ পরিকল্পিত নগরী হিসেবে গড়ে তুলতে আমরা প্রতিশ্রæতিবদ্ধ।
তিনি বলেন, দেশের অর্থনীতিতে সমগ্র নির্মাণ শিল্পের অবদান ১৫ শতাংশ। দেশের আবাসন শিল্পের ওপর ৩৫ লাখ শ্রমিক নির্ভরশীল। যা দেশে উন্নয়নে শক্তিশালী ভ‚মিকা রাখছে। কিন্তু নীতিনির্ধারণী কিছু সমস্যার কারণে আবাসন খাত বর্তমানে সঙ্কটের মধ্য দিয়ে যাচ্ছে। এছাড়া রিহ্যাব এর পক্ষ থেকে আরও চার শতাংশ নিবন্ধন ব্যয় কমানোর জন্য জোর তৎপরতা চলছে। এখনও সব নাগরিকের জন্য দীর্ঘমেয়াদি ঋণের ব্যবস্থা না থাকা এবং ব্যাংক ঋণের উচ্চ সুদহার এ খাতের বড় প্রতিবন্ধকতা। জাতীয় প্রবৃদ্ধিতে প্রায় ১৫ শতাংশ ভ‚মিকা রাখা আবাসন শিল্পে নিবন্ধন ব্যয় কমিয়ে ৬-৭ শতাংশ নিয়ে আসলে এ খাত অর্থনীতিতে আরও অবদান রাখতে পারবে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত ক্রেতা-দর্শনার্থীরা ফেয়ারে প্রবেশ করতে পারবেন।এতে সিঙ্গেল প্রবেশমূল্য ৫০ টাকা আর মাল্টিপল প্রবেশ মূল্য ১০০ টাকা। এক প্রশ্নের জবাবে কৈয়ূম চৌধুরী বলেন, টিকিট বিক্রির টাকা দুস্থদের মাঝে বিতরণ করা হবে। ফেয়ারের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী শ ম রেজাউল করিম। বিশেষ অতিথি থাকবেন নুরুন্নবী চৌধুরী (শাওন) এমপি, সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন এবং চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান এম জহিরুল আলম দোভাষ। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন রিহ্যাব চট্টগ্রাম রিজিওনাল কমিটির পরিচালক ইঞ্জিনিয়ার দিদারুল হক চৌধুরী, মাহবুব সোবহান জালাল তানভীর, সদস্য মিজানুর রহমান, রেজাউল করিম, মোরশেদুল হাসান, নাজিম উদ্দিন প্রমুখ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।