মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : টানা বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়েছে ভারতের উত্তরাখন্ডের বাসিন্দারা। গত শুক্রবার ভোর থেকে পিথোরাগড় ও চামোলি জেলায় টানা ভারী বৃষ্টি ও ভূমিধসে নিহত হয়েছেন অন্তত ৩০ জন। নিখোঁজ রয়েছেন অনেকে। নিখোঁজ ব্যক্তিদের সন্ধানে উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছে স্থানীয় কর্তৃপক্ষ। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে। আবহাওয়াবিদরা জানিয়েছেন, শুক্রবার ভোরে পিথোরাগড় জেলার সিংঘালি এলাকায় দুই ঘণ্টায় বৃষ্টি হয় ১০০ মিলিমিটারের বেশি। সাতটিরও বেশি গ্রামের যাবতীয় বাড়িঘর মাটিতে মিশে যায়। উত্তরাখ-ের মুখ্যমন্ত্রী হরিশ রাওয়াত জানিয়েছেন, নিহতদের পরিবারপিছু দুই লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দুর্গতদের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে আশ্রয় কেন্দ্রও। ইন্ডিয়ান এক্সপ্রেস, এপিবি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।