Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইস্তাম্বুলে হামলার ঘটনায় আরও ১১ জন আটক

প্রকাশের সময় : ৩ জুলাই, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : মধ্যপ্রাচ্য ভিত্তিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) একটি সেলের সদস্য সন্দেহে ১১ বিদেশিকে আটক করেছে তুরস্কের পুলিশ। গত শুক্রবার হাবের্তুর্কের অনলাইন সংস্করণে এ খবর প্রকাশ করা হয়। গত মঙ্গলবার রাতে ইস্তাম্বুলের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরে বন্দুক ও আত্মঘাতী বোমা হামলায় ৪৪ জন নিহত হয়। আইএস এ হামলা চালিয়েছে বলে ধারণা তুরস্কের কর্মকর্তাদের। বিমানবন্দরে ওই হামলার পর দেশটির দুর্নীতি দমন পুলিশ বাসাকসেহির এলাকায় বড় ধরনের অভিযান চালায়। অভিযানে ২৪ জনকে জিজ্ঞাসাবাদের পর ওই ১১ জনকে আটক করা হয়। তবে পুলিশের পক্ষ থেকে এ বিষয়ে নিশ্চিত করে কিছু জানানো হয়নি। তুরস্কের একজন সরকারি কর্মকর্তা বিমানবন্দরে হামলাকারী তিনজন রাশিয়া, উজবেকিস্তান এবং কিরগিজস্তানের নাগরিক বলে জানান। এর আগে বুধবার তুরস্কের নিরাপত্তা বাহিনী দক্ষিণপূর্ব সীমান্ত থেকে চারজনকে আটক করে। রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইস্তাম্বুলে হামলার ঘটনায় আরও ১১ জন আটক
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ