Inqilab Logo

রোববার, ২৩ জুন ২০২৪, ০৯ আষাঢ় ১৪৩১, ১৬ যিলহজ ১৪৪৫ হিজরী

হিথরো বিমানবন্দরে নিরাপত্তা জোরদার

প্রকাশের সময় : ৩ জুলাই, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : লন্ডনের হিথরো বিমানবন্দরে এক হামলার হুমকি’র প্রেক্ষিতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন যুক্তরাজ্যের যোগাযোগ মন্ত্রী। যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবসকে সামনে রেখে সম্ভাব্য হামলার হুঁশিয়ারির প্রেক্ষিতে জননিরাপত্তার কথা বিবেচনায় রেখে এই পদক্ষেপ নেওয়া হয়। সাইট ইন্টেলিজেন্স গ্রুপ নামের একটি বেসরকারি সন্ত্রাসবাদ-বিরোধী সংস্থা গত শুক্রবার এক সতর্কবার্তা দেয়। তাতে বলা হয়, আগামী ৪ জুলাই যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবসকে সামনে রেখে লন্ডনের হিথরো, লস এঞ্জেলসের আন্তর্জাতিক বিমানবন্দর ও নিউইয়র্কের জন এফ কেনেডি বিমানবন্দরে বোমা হামলা হতে পারে। যুক্তরাজ্যের যোগাযোগমন্ত্রী তারেক আহমেদ জনগণের প্রতি সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, বিশ্বজুড়ে সন্ত্রাসবাদের উত্থানের মুখে আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে। যুক্তরাজ্যে আমরা সকল প্রকার নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করবো এবং আমাদের আন্তর্জাতিক অংশীদার ও অভিবাসীদের ওপর ঝুঁকি নিয়ন্ত্রণ করবো। গার্ডিয়ান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: হিথরো বিমানবন্দরে নিরাপত্তা জোরদার
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ