মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : যুক্তরাষ্ট্রে রিপাবলিকান দলীয় প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প আবারও মুসলমানদের আক্রমণ করে ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য রেখেছেন। তিনি বলেছেন, সীমান্তে যেসব মুসলিম মহিলা হিজাব পড়ে নিরাপত্তার দায়িত্ব পালন করছে, তাদের গুলি করা উচিত। নিউহ্যাম্পশায়ারের টাউন হলে এক প্রশ্নোত্তর পর্বে এক মহিলা তাকে প্রশ্ন করেন, আমরা সীমান্তে কেন সামরিক বাহিনী মোতায়েন করছি না। আমি নিজে সেখানে দেখেছি হিজাব পরিহিত মহিলারা দায়িত্ব পালন করছে। ওই মহিলা পরে সামরিক বাহিনীতে কর্মরত মুসলিমদের নিয়োগের প্রস্তাব করেন, যারা যুক্তরাষ্ট্রের জন্য যুদ্ধ করবে। তিনি বলেন, আমরা মিস্টার ট্রাম্পের জবাবের অপেক্ষায় আছি। আমরা অনেক কিছুর অপেক্ষায় আছি। ট্রান্সপোর্ট সিকিউরিটি এডমিনিস্ট্রেশনের পক্ষ থেকে এ ব্যাপারে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। রিপাবলিকান এই প্রার্থী তার সমর্থকদের মন্তব্যের যুতসই জবাব দিতে পারেননি, যা যুক্তরাষ্ট্রের মুসলিম সম্প্রদায়ের মধ্যে তার প্রতি আগ্রহ বাড়াবে। গত নভেম্বরে তিনি মুসলমানদের যুক্তরাষ্ট্রে প্রবেশ নিষিদ্ধ করার আহ্বান জানিয়েছিলেন। আমেরিকান ইসলামিক রিলেশন্স কাউন্সিলের পরিচালক রবার্ট ম্যাককাউ বলেন, ট্রাম্প ইসলামী পোশাক পরিহিত সব মার্কিন মহিলাকে বিপদজনক বলে আখ্যা দিয়েছিলেন। আমেরিকার মুসলমান, বিশেষ করে মহিলারা বিভিন্নভাবে বিড়ম্বনার শিকার হচ্ছে। এটা শুধু ডোনাল্ড ট্রাম্পের ইসলাম ভীতির কারণে এলোপাতাড়ি কথাবার্তার প্রতিফলনই নয়। ২০১৫ সালের ডিসেম্বরে সান বের্নারডিনোতে হামলার পর যুক্তরাষ্ট্রে মুসলিম বিরোধী মানসিকতা মাথাচাড়া দিয়ে ওঠে। এখনো তা অব্যাহত আছে। ট্রাম্প অবসরপ্রাপ্ত সৈন্যদের সহায়তা করার ইচ্ছা ব্যক্ত করেন। এ বছরই তিনি তাদের জন্য অর্থ সংগ্রহের উদ্যোগ নেন এবং দাবি করেন, কয়েকশো’ ডলারের তহবিল তিনি গঠন করেছেন। দ্য ইন্ডিপেন্ডেন্ট।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।