Inqilab Logo

শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মাঠে গড়ালো রাজশাহী ভেন্যুর খেলা

বঙ্গবন্ধু জাতীয় স্কুল হকি

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ৪ ফেব্রুয়ারি, ২০২০, ৮:১৫ পিএম

বাংলাদেশ হকি ফেডারেশনের ব্যবস্থাপনা ও ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেডের পৃষ্ঠপোষকতায় বঙ্গবন্ধু জাতীয় স্কুল হকি টুর্নামেন্টের রাজশাহী ভেন্যুর খেলা মাঠে গড়িয়েছে। এই ভেন্যুর উদ্বোধনী ম্যাচে জয় পেয়েছে চাঁপাইনবাবগঞ্জের নয়নশুকা আর কে হাই স্কুল। মঙ্গলবার রাজশাহী জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে তারা ২-১ গোলে হারিয়েছে রাজশাহী দামকুড়া হাট উচ্চ বিদ্যালয়বে। বিজয়ী দলের হয়ে একটি করে গোল করেন আব্দুল আলিম ও হৃদয় কুমার। দামকুড়া স্কুলের হয়ে একমাত্র গোলটি শোধ দেন রিজভি। এর আগে বেলা ৩টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের উদ্বোধন করেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ হকি ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউসুফ, রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি মাহফুজুল আলম লোটন, সাধারণ সম্পাদক রফিউস শামস প্যাডি ও ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের আঞ্চলিক প্রধান মোহাম্মদ ইয়ামিন। ৮০টি স্কুল দল নিয়ে দেশের ৯ ভেন্যুতে অনুষ্ঠিত হচ্ছে টুর্নামেন্টের প্রাথমিক পর্ব। রাজশাহী ভেন্যুতে খেলছে ১১টি স্কুল।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: হকি

২ অক্টোবর, ২০২২

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ