বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
পেঁয়াজের দাম কিছুতেই স্বাভাবিক হচ্ছেনা। গতকালও (৪ ফেব্রুয়ারী) কক্সবাজারের খুচরা বাজারে পেঁয়াজ বিক্রি হয়েছে ১০০ টাকা ও ১১০ টাকায়। বাজারে পেঁয়াজের চাহিদা থাকায় মিয়ানমার থেকে টেকনাফ স্থলবন্দর দিয়ে পেঁয়াজ আমদানিও বেড়েছে। ৩ ফেব্রুয়ারি বন্দরে এসেছে ১ হাজার ৫৫১ মেট্রিক টন পেঁয়াজ। এর আগের দিন এসেছিল ১ হাজার ৩৯৭ দশমিক ৮৩০ মেট্রিক টন।
টেকনাফ স্থলবন্দর শুল্ক কর্মকর্তা আবছার উদ্দিন জানান, ‘মিয়ানমার থেকে স্থল বন্দর দিয়ে একদিনেই ১ হাজার ৫৫১ মেট্রিক টন পেঁয়াজ আমদানি হয়েছে। পেঁয়াজভর্তি আরও ট্রলার আসার পথে রয়েছে। এসব পেঁয়াজ ১৫ জন ব্যবসায়ী আমদানি করেছেন। চাহিদার কারণে পেঁয়াজ আমদানি বাড়ছে।’
এদিকে শুল্ক বিভাগ সূত্রে জানা গেছে, ফেব্রুয়ারি মাসের তিন দিনে মিয়ানমার থেকে পেয়াঁজ এসেছে ৩৯১৩ দশমিক ৮৯৫ মেট্রিক টন। এর আগে জানুয়ারি মাসে আসে ১৫ হাজার ৭৬৫ মেট্রিক টন। ডিসেম্বর মাসে ১৪ হাজার ৬৪৭ মেট্রিক টন। নভেম্বর মাসে ২১ হাজার ৫৬০ মেট্রিক টন। অক্টোবর মাসে ২০ হাজার ৮৪৩ মেট্রিক টন। সেপ্টেম্বর মাসে ৩৫৭৩ মেট্রিক টন। আগস্ট মাসে ৮৪ মেট্রিক টন।
টেকনাফ স্থলবন্দর ইউনাইটেড ল্যান্ড পোর্ট ব্যবস্থাপক জসিম উদ্দীন চৌধুরী বলেন, ‘মিয়ানমার থেকে আবার পেঁয়াজ আমদানি বেড়েছে। ব্যবসায়ীরা চাহিদা অনুযায়ী পেয়াঁজ আমদানি করছেন।’ তিনি মনে করেন এই পেঁয়াজ বাজারে গেলে পেঁয়াজের দাম স্বাভাবিক হয়ে আসবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।