Inqilab Logo

রোববার, ১৬ জুন ২০২৪, ০২ আষাঢ় ১৪৩১, ০৯ যিলহজ ১৪৪৫ হিজরী

একদিনের সহিংসতায় ইসরাইলিসহ নিহত ৩

প্রকাশের সময় : ৩ জুলাই, ২০১৬, ১২:০০ এএম

পশ্চিম তীরে নতুন করে ইহুদি বসতি নির্মাণের হুমকিতে উত্তেজনা
ইনকিলাব ডেস্ক : পশ্চিম তীরে আরও বেশি করে ইহুদি বসতি স্থাপন করা হবে; ইসরাইলি নেতাদের দেয়া এমন হুমকির পর বেড়েছে সহিংসতা। একদিনেই পৃথক পৃথক হামলায় দুই ফিলিস্তিনি ও এক ইসরাইলি নিহত হয়েছেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম খবরটি নিশ্চিত করেছে। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, রামাল্লাহর কাছে কালান্ডিয়া চেকপয়েন্টে ফিলিস্তিনি তরুণদের সঙ্গে ইসরাইলি সেনাদের সংঘর্ষ ছড়িয়ে পড়ে। সে সময় টিয়ার গ্যাস নিক্ষেপ করে ইসরাইলি সেনারা। নাবলুস এলাকায় ৬৩ বছর বয়সী এক ফিলিস্তিনি টিয়ার গ্যাসের কারণে শ্বাসরুদ্ধ হয়ে প্রাণ হারান। প্যালেস্টিনিয়ান রেড ক্রিসেন্টের কর্মী এরাব আল ফুকাহা জানান, রমজান মাসের শেষ শুক্রবার হওয়ার কারণে এদিন ওই এলাকায় প্রচুর সংখ্যক মানুষ ছিলেন। ইসরাইলি সেনারা তাদের ওপর ব্যাপক পরিমাণে টিয়ার গ্যাস ছোড়ে। হেবরন শহরে ছুরিকাঘাতের চেষ্টার অভিযোগে এক ফিলিস্তিনি নারীকে গুলি করে হত্যা করে ইসরাইলি সেনারা। ইসরাইলের পুলিশের মুখপাত্র মিকি রোজেনফেল্ড টুইটারে এমন দাবি করেছেন। এদিকে অবৈধ ইসরাইলি বসতির একটি এলাকার পার্শ্ববর্তী ওটনিয়েলের বাইরে ফিলিস্তিনিদের হামলায় ইসরাইলের এক নাগরিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত তিন জন। ইসরাইলের মিডিয়ার খবরে বলা হয়, শুক্রবার দুপুরে ইসরাইলিরা একটি গাড়িতে করে যাচ্ছিলেন। সে সময় উত্তেজিত ফিলিস্তিনিরা ওই গাড়ির ওপর হামলে পড়লে হতাহতের ঘটনা ঘটে। এক ফিলিস্তিনি কিশোরকে গুলি করে হত্যার একদিন পরই শুক্রবার দু’পক্ষের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। ওই ফিলিস্তিনির বিরুদ্ধে অভিযোগ, তিনি হেবরনের কাছে কিরিয়াত আরবা বসতিতে প্রবেশ করে এক ইসরাইলিকে ছুরিকাঘাত করে। এর কয়েক ঘণ্টা পরই হেবরনের কাছে বানি নাইম গ্রামটি ঘিরে ফেলে ইসরাইলি বাহিনী। গত শুক্রবার ইসরাইলকে বসতি স্থাপন বন্ধ করতে যুক্তরাষ্ট্র, রাশিয়া, ইউরোপীয় ইউনিয়ন ও জাতিসংঘের পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে। উল্লেখ্য, ১৯৯০ এর দশকের শুরু থেকে ইসরাইল ও ফিলিস্তিনের মধ্যে বেশ কয়েক দফায় শান্তি আলোচনা হয়েছে। ফিলিস্তিনিরা চায় পশ্চিম তীরে একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা করতে এবং পূর্ব জেরুজালেমকে এর রাজধানী বানাতে। ১৯৬৭ সালের আরব যুদ্ধের পর থেকে ইসরাইল পূর্ব জেরুজালেম দখল করে রেখেছে। পূর্ব জেরুজালেমকে নিজেদের অবিভাজ্য রাজধানী বলে দাবি করে থাকে ইসরাইল। অবশ্য আন্তর্জাতিক সম্প্রদায় পূর্ব জেরুজালেমকে ইসরাইলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেয়নি। ১৯৬৭ সালের পর পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমে ১শরও বেশি বসতি স্থাপন করেছে ইসরাইল। আন্তর্জাতিক আইনের আওতায় এ বসতি স্থাপনকে অবৈধ বলে বিবেচনা করা হলেও ইসরাইল তা মানতে চায় না। আল-জাজিরা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: একদিনের সহিংসতায় ইসরাইলিসহ নিহত ৩
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ