Inqilab Logo

মঙ্গলবার , ৬ জুন ২০২৩, ২৩ জ্যৈষ্ঠ ১৪২৯, ১৬ যিলক্বদ ১৪৪৪ হিজরী

অ্যাপলের স্পেসশিপ

প্রকাশের সময় : ৩ জুলাই, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : নির্মাণ কাজ চলছে মার্কিন টেক জায়ান্ট অ্যাপলের নতুন হেডকোয়ার্টার ‘স্পেসশিপ’-এর। উড়ন্ত ড্রোন থেকে ধারণ করা হয়েছে এর নির্মাণ কাজের ভিডিও। কাগজে-কলমে অ্যাপলের নতুন ওই কার্যালয়ের নাম ‘স্পেসশিপ’ নয়, বরং সংশ্লিষ্টদের দেওয়া ডাক নাম এটি। ক্যালিফোর্নিয়ার কুপার্টিনোতে অবস্থিত বর্তমান প্রধান কার্যালয় থেকে এর দূরত্ব এক মাইল। এক সঙ্গে ১২ হাজার কর্মী কাজ করতে পারবেন এতে। ২০১৫ সালে চালু হওয়ার কথা থাকলেও নানা জটিলতার কারণে এর নির্মাণ কাজ শেষ করতে বিলম্ব হচ্ছে বলে জানিয়েছে স্কাই নিউজ। ড্রোন থেকে ধারণ করা ভিডিওতে দেখা যায়, নির্মাণ কাজ চলছে মূল ভবনের। শুরু হয়েছে অডিটোরিয়াম নির্মাণের কাজও। এক পাশে রয়েছে ১১ হাজার গাড়ি পার্ক করার জন্য আলাদা জায়গা, যার ছাদে রাখা হয়েছে বিশাল সৌর প্যানেল। ১ লাখ বর্গফুটের ভবনটির ‘অবজারভেশন ডেক’ থেকে কর্মী আর দর্শনার্থীরা চারপাশের পুরো এলাকা দেখার সুযোগ পাবেন। ২০১১ সালে মারা যাওয়ার আগে অ্যাপলের সহ-প্রতিষ্ঠাতা ও সাবেক প্রধান স্টিভ জবস ৫শ’ কোটি ডলারের ওই প্রকল্প শুরুর জন্য চাপ দিয়েছিলেন। ভিডিওতে অ্যাপলের ওই প্রকল্পের অগ্রগতি চোখে পড়ার মতোই বলে মনে হয়। ক্যালিফোর্নিয়ার স্যান হোজে-তে আরেকটি অ্যাপল ক্যাম্পাস বানানোর পরিকল্পনা করা হয়েছে। দ্বিতীয় ওই স্পেসশিপের মূল ভবনটি ‘কার্ভাশিয়াস’ গ্লাসের কাঠামো দিয়ে বানানো হবে। আর এর বাইরে থাকবে সবুজ খালি জায়গা। ওই প্রকল্পে তিনটি ভবন থাকবে। ভবনের জন্য নির্ধারিত পার্কিং স্পেসের প্রায় পুরোটাই রাখা হয়েছে ভবনের আন্ডারগ্রাউন্ডে। পরিবেশের কথা মাথায় রেখে বানানো ভবনের মান নিয়ে যুক্তরাষ্ট্রে লিডারশিপ এনার্জি অ্যান্ড এনভায়রনমেন্টাল ডিজাইন (এলইইডি) সনদ দেওয়া হয়। সি-নেট।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: অ্যাপলের স্পেসশিপ

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ