Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

করোনাভাইরাস রোধে চীনা নাগরিকদের স্বাস্থ্য পরীক্ষা

পিরোজপুর জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৪ ফেব্রুয়ারি, ২০২০, ১২:০৩ এএম

পিরোজপুরের কচা নদীর উপরে বেকুটিয়ায় ৮ম বাংলাদেশ-চীন মৈত্রী সেতুর নির্মাণ কাজ করেছে চায়না রেলওয়ে ১৭ব্রিজ গ্রুপ কো.লি. প্রতিষ্ঠান। সেতুর নির্মাণ কাজে এই প্রতিষ্ঠান ৫৭ জন চীনের নাগিরক কাজ করেছে। তাই তাদের করোনাভাইরাসের প্রকপ থেকে মুক্ত রাখতে ও করোনা ভাইরাস বিষয়ে সচেতনতা তৈরির জন্য নিয়মিত ডাক্তারী পরীক্ষা করছে জেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে।
এরই ধারাবাহিকতায় গতকাল সোমবার জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে ২ জন ডাক্তারের একটি মেডিক্যাল টিম পিরোজপুর সদর উপজেলার কুমিরমারা এলাকায় সেতু নির্মাণ কাজে নিয়োজিত চীনের নাগরিকের স্বাস্থ্য পরীক্ষা করে।
এ বিষয়ে মেডিক্যাল ক্যাম্পের চিকিৎসক ডা. সানজিদা আজাদ সিফা জানান, কুমরিমারা চায়না ব্রেরাকে যারা অবস্থিত আছে তাদের কেউই এই করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে এমন কোনো তথ্য নেই বা লক্ষণ নেই। এমনকি এই স্থান থেকে চীনে কেউ যায়নি এবং কেউ চীন থেকে আসেনি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ