Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কাশ্মীরিদের স্বাধীনতা প্রয়োজন : চিদাম্বরম

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৪ ফেব্রুয়ারি, ২০২০, ১২:০৩ এএম

জম্মু-কাশ্মীর ও লাদাখের জনগণ স্বাধীনতা ও মানবাধিকার চায়। অর্থ কখনো গণতান্ত্রিক স্বাধীনতার বিকল্প হতে পারে না। কংগ্রেসের সিনিয়র নেতা পি চিদাম্বরম গত শনিবার এ কথা বলেছেন। ইউনিয়ন বাজেটে এই দুই নতুন সৃষ্ট কেন্দ্র শাসিত ভ‚খন্ডের জন্য বেশি বরাদ্দ রাখার ব্যাপরে সাংবাদিকরা প্রশ্ন করলে তিনি ওই মন্তব্য করেন। সাবেক ইউনিয়ন অর্থমন্ত্রী চিদাম্বরম আরো বলেন যে, সরকার যদি মনে করে তারা স্বাধীনতা কেড়ে নিয়ে তার বদলে অর্থ বিলাবেন, সেটা পুরোপুরি ভুল হবে। চিদাম্বরম বলেন, কাশ্মীরি জনগণের গণতান্ত্রিক স্বাধীনতার বিকল্প অর্থ হতে পারে না। কাশ্মীর উপত্যকার জনগণের স্বাধীনতা প্রয়োজন, মানবাধিকার পুনঃপ্রতিষ্ঠা প্রয়োজন। কেবল মুক্ত সমাজেই মানুষ মুক্ত বাতাসে নি:শ্বাস নিতে পারে। উন্নয়নের সুফল ভোগ করতে ও উন্নয়ন প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারে। অর্থ কখনো স্বাধীনতার বিকল্প নয়। সাউথ এশিয়ান মনিটর এ কথা জানায়। এসএএম।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: স্বাধীন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ