মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : ৬০ হাজার-৭০ হাজার শরণার্থীকে ত্রাণ সহায়তা দিতে অস্বীকৃতি জানিয়েছে জর্ডান সরকার। আর সেকারণে জর্ডানের শরণার্থী শিবিরে থাকা ৩০ হাজারেরও বেশি সিরীয় শিশুকে অনাহারে দিন কাটাতে হচ্ছে। আম্মান কর্তৃপক্ষ সিরিয়া সংলগ্ন উত্তর-পূর্বাঞ্চলীয় সীমান্তে বসবাসরত শরণার্থীদের জন্য খাবার এবং চিকিৎসা সহায়তা বন্ধ করে দেওয়ার পর এ সংকট তৈরি হয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা খবরটি নিশ্চিত করেছে। গত মাসে বার্ম এলাকায় আইএসের হামলার পর সেখানে জরুরি ত্রাণ সরবরাহ বন্ধ করে দেয় জর্ডান কর্তৃপক্ষ। সীমান্ত এলাকাটিতে কড়াকড়ি শুরু হয়। ওই এলাকায় গতিবিধি নিষিদ্ধ করে বলা হয়, কেউ সেখানে চলাচল করতে চাইলে তাদের প্রশ্রয় না দিয়ে ব্যবস্থা নেওয়া হবে। বার্ম এলাকাতে রুকবান শরণার্থী শিবিরটি অবস্থিত। কর্তৃপক্ষের ওই ধরনের সিদ্ধান্ত শরণার্থীদের জীবনকে ঝুঁকির মুখে ফেলবে বলে মানবাধিকারকর্মীদের সতর্কবার্তার পরও এলকাটিতে ত্রাণ বন্ধ করে দেওয়া হয়। একদিকে পানির অভাব আর অন্যদিকে ৩৫ ডিগ্রি তাপমাত্রায় অসহ্য হয়ে অনেক সিরীয় দেশে ফিরে যাওয়ার কথা ভাবছেন। হিউম্যান রাইটস ওয়াচের শরণার্থীবিষয়ক গবেষক গেরি সিম্পসন বলেন, লোকজন সিরিয়ায় ফেরত যেতে চাইছেন বলে এমন ভয়াবহ তথ্যও আমরা পাচ্ছি। এ দুর্গম মরুভূমি এলাকায় তাদেরকে যে ধরনের অবস্থায় কাটাতে হচ্ছে তাতে শরণার্থীরা এমন সিদ্ধান্ত নিতে বাধ্য হচ্ছেন। এ মুহূর্তে শরণার্থীদের যা প্রয়োজন তাহল খাবার ও পানি। জর্ডান এসব মানুষের জন্য সব ধরনের খাবার ও চিকিৎসা সহায়তা বন্ধ করে দিয়েছে। এসব শরণার্থীর অর্ধেকেরও বেশি শিশু। আল-জাজিরা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।