Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গৌরনদী প্রেসক্লাবের বার্ষিক উৎসব ২৬ মার্চ

বরিশাল ব্যুরো | প্রকাশের সময় : ৪ ফেব্রুয়ারি, ২০২০, ১২:০৩ এএম

গৌরনদী প্রেসক্লাবের ৪০ বছরে পদার্পন উৎসব আয়োজনে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে। গৌরনদী প্রেসক্লাবের কার্যকরী পরিষদের নিয়মিত মাসিক সভায় গত রোববার এ সিদ্ধান্ত হয়। ক্লাব সভাপতি খোন্দকার মনিরুজ্জামান মনিরের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই মাসিক সভায় কার্যকরি পরিষদের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
সভা শেষে সভাপতি জানান, আগামী ২৬ মার্চ এ প্রেসক্লাবটি ৪০ বছরে পদার্পন করতে যাচ্ছে। ওই শুভ ক্ষনটিকে স্মরণীয় করে রাখতে প্রেসক্লাব কার্যালয়টিকে বর্ণীল আলোকসজ্জায় সজ্জিত করা হবে। এছাড়া এ উপলক্ষে আলোচনা সভা, ক্রেস্ট প্রদান, স্মরণিকা প্রকাশ, খেলা-ধুলার অনুষ্ঠানসহ মনোমুগ্ধকর আতশবাজী’র প্রদর্শনী ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে বলেও জানান হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ