Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ওজনে কম দেওয়ায় তিন প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা

অর্থনৈতিক রিপোর্টার | প্রকাশের সময় : ৩ ফেব্রুয়ারি, ২০২০, ৮:৩৪ পিএম

ওজনে কম দেয়ার অপরাধে তিন প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা দায়ের করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। সোমবার (৩ ফেব্রুয়ারি) ঢাকা মহানগরের বিভিন্ন এলাকায় সার্ভিল্যান্স টিমের মাধ্যমে ‘ওজন ও পরিমাপ মানদ- আইন-২০১৮’ লঙ্ঘন করায় এসব মামলা দায়ের করা হয়েছে বলে। বিএসটিআইয়ের পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, অভিযুক্ত তিনটি প্রতিষ্ঠানের মধ্যে রামপুরা এলাকার মেসার্স এসেনশিয়াল স্টিল হাউজ ১০০০ কেজি ধারণক্ষমতার ডিজিটাল স্কেলের ভেরিফিকেশন সনদ গ্রহণ না করায় ও পণ্য পরিমাপে প্রতি ১০০০ কেজিতে ছয় কেজি কম প্রদান করায় প্রতিষ্ঠানটির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। এছাড়াও একই অভিযানে রাজধানীর বাড্ডা এলাকার মেসার্স গ্রিন ট্রেডার্স ১০০০ কেজি ধারণক্ষমতার ডিজিটাল স্কেলে প্রতি ২০ কেজিতে ৫০০ গ্রাম এবং মেসার্স এম.আর.এম ট্রেডার্স ২২০০ কেজি ধারণক্ষমতার ডিজিটাল স্কেলে প্রতি ১০০ কেজিতে ৫০০ গ্রাম কম প্রদান করায় ও প্রতিষ্ঠান দুইটির ডিজিটাল স্কেলের ভেরিফিকেশন সনদ না থাকায় প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। সংস্থার সহকারী পরিচালক মো. আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে পরিদর্শক মো. লিয়াকত হোসেন, মো. রাকিবুল আলম ও মো. বিল্লাল হোসেন অভিযানে অংশগ্রহণ করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিএসটিআই


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ