Inqilab Logo

রোববার ১৭ নভেম্বর ২০২৪, ০২ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

উহান থেকে নাগরিকদের ফিরিয়ে নেবে না পাকিস্তান

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩ ফেব্রুয়ারি, ২০২০, ১২:৩৩ পিএম

করোনাভাইরাসে সংক্রামিত হওয়ার আতঙ্কে যখন তড়িঘড়ি করে নিজেদের নাগরিকদের ফিরিয়ে নিচ্ছে বিভিন্ন দেশ, ঠিক সেসময় সম্পূর্ণ উল্টোপথে হাঁটছে পাকিস্তান। বেইজিংয়ের এমন দুঃসময়ে সহমর্মিতা জানিয়ে পাশে থাকার ঘোষণা দিয়েছে ইসলামাবাদ। বর্তমান পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণের পাশাপাশি আগামীতে এই সিদ্ধান্তে পরিবর্তন আসতে পারে বলেও জানায় তারা। আলজাজিরা, টাইমস অফ ইন্ডিয়া
উহান প্রদেশের একাধিক বিশ্ববিদ্যালয়ে কমপক্ষে ৫০০ পাকিস্তানি শিক্ষার্থী পড়াশোনা করেন। এক সাক্ষাৎকারে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী জাফর মির্জা বলেন, ‘এখন আমাদের বন্ধুরাষ্ট্র চীনের পাশে দাঁড়ানোর সময়। চীন থেকে আমরা আপাতত নিজেদের কোনো নাগরিককে সরাচ্ছি না। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরামর্শ অনুযায়ী চীন যে সিদ্ধান্ত নিয়েছে, তাতে আমরা সহমত পোষণ করছি। চীনের এই দুর্দিনে আমরা তাদের পাশে আছি। উহানে করোনাভাইরাসের সংক্রামণ ঠেকাতে যথেষ্ট তৎপর চীন সরকার। এখনই উহান থেকে পাকিস্তানি নাগরিকদের সরিয়ে নিলে অন্য কোথাও এই ভাইরাস ছড়িয়ে পড়তে পারে।’
দেশটির প্রশাসন এমন এক সময় এ মন্তব্য করেছেন, যখন বেশ কয়েকজন পাকিস্তানি নাগরিক তাদের ফিরিয়ে নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও পোস্ট করেছেন।
সামাজিকমাধ্যমে পোস্ট করা ভিডিওতে এক শিক্ষার্থী বলেন, আমি একজন পাকিস্তানি। আমার নাম নাদিম আবাজ। উহান থেকে আমি এই ভিডিও বানিয়েছি। এখানে ৫০০ পাকিস্তানি আটকা পড়েছেন। আমার বিশ্ববিদ্যালয়ের চার শিক্ষার্থী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। মারাত্মক শারীরিক অবস্থা নিয়ে তারা হাসপাতালে ভর্তি। পরিস্থিতি দিনে দিনে খারাপের দিকে যাচ্ছে। কাজেই আমাদের এখান থেকে নিয়ে যেতে পাকিস্তান সরকার ও দূতাবাসের কাছে আহ্বান জানাচ্ছি।
জানা গেছে, উহানে এক কোটি ১০ লাখ লোকের মধ্যে ৫০০ পাকিস্তানি নাগরিক থাকেন। যাদের অধিকাংশই শিক্ষার্থী। তাদের দেশে ফিরিয়ে নিতে সরকারের প্রতি করুণ আর্তি জানিয়েছেন কয়েকজন। তবে চীনে চার পাকিস্তানি শিক্ষার্থী এ ভাইরাসে আক্রান্ত হওয়ার কথা স্বীকার করার পর জাফর মির্জা এমন মন্তব্য করলেন। সূত্র: এনডিটিভি



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পাকিস্তান


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ