বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ঘূর্ণিঝড় বুলবুলে ক্ষতিগ্রস্ত ১১৫০ জন কৃষকের মাঝে বিনামূল্যে বীজ, রাসায়নিক সার ও ভুট্টা বীজ, মুগ বীজ এবং পরিচর্যা বাবদ নগদ সহায়তা (মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে) প্রদান করা হয়েছে। গতকাল রোববার সকালে সদর উপজেলা চত্ত¡রে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল। প্রধান অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।
বিশেষ অতিথি ছিলেন সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি জিএম নুর ইসলাম, জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতর খামার বাড়ি সাতক্ষীরা উপ-পরিচালক অরবিন্দ বিশ^াস, সদর উপজেলা নির্বাহী অফিসার দেবাশীষ চৌধুরী, পৌর আ.লীগের সাবেক সভাপতি মোহাম্মদ আবু সায়ীদ, সদর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. আমজাদ হোসেন, উপ-সহকারি কৃষি অফিসার অমল ব্যানার্জী প্রমুখ।
জানা যায়, অনুষ্ঠানে সদর উপজেলায় ঘূর্ণিঝড় বুলবুলে ক্ষতিগ্রস্ত ১১৫০ জন কৃষকের মাঝে বিনামূল্যে বীজ, রাসায়নিক সার ও ভুট্টা বীজ, মুগ বীজ এবং পরিচর্যা বাবদ নগদ সহায়তা প্রদান করা হয়।
এসময় সদর উপজেলার কৃষি অফিসার ও ঘূর্ণিঝড় বুলবুলে ক্ষতিগ্রস্ত কৃষকরা উপস্থিত ছিলেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।