Inqilab Logo

শুক্রবার ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

কেটে বাদ দেয়া হয় কিশোরীর যৌনাঙ্গ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩ ফেব্রুয়ারি, ২০২০, ১২:০১ এএম

মেয়ে। তাই ছোট বয়স থেকে আটকাতে হবে তার যৌন কামনা। আর সেই জন্য ছোট বয়সেই কেটে বাদ দেওয়া হল যৌনাঙ্গ। শুধুমাত্র কুসংস্কারের কারণেই প্রাণ হারাল ১২ বছরের এক কিশোরী। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে দক্ষিণ মিশরের আসিয়ুত প্রদেশে। মা-বাবাই নাকি ওই কিশোরীকে চিকিৎসকের কাছে নিয়ে গিয়েছিলেন। যৌনাঙ্গ কেটে ফেলার পর অতিরিক্ত রক্তক্ষরণের কারণেই মৃত্যু হয় কিশোরীর। এই ঘটনার পরই শুক্রবার কিশোরীর বাবা-মাসহ চিকিৎসকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়। মিশরের সমাজকর্মীদের দাবি, এই ঘটনা নতুন কিছু নয়। বহু দিন ধরে মিশর ও মধ্য প্রাচ্যের শহরগুলিতে মুসলিম স¤প্রদায়ের মহিলাদের যৌনাঙ্গছেদের প্রথা চলে আসছে। তাদওয়েইন জেন্ডার স্টাডি-র ম্যানেজিং ডিরেক্টর আমেল ফাহমি জানিয়েছেন, ভবিষ্যতে মিশরের আরও অনেক নাবালিকারও একই অবস্থা হতে পারে। কারণ রাষ্ট্রের পক্ষ থেকে এই নারকীয় প্রথা রুখতে এখনও কোনও বড়সড় পদক্ষেপ নেওয়া হয়নি। আইনে এই প্রথা অপরাধের চোখে দেখা হলেও বিচার বিভাগ মহিলাদের যৌনাঙ্গচ্ছেদকে অপরাধ হিসাবে দেখে না বলে দাবি তার। জি নিউজ।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: যৌন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ