প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
১ ব্যাড বয়েজ ফর লাইফ
২ দ্য জেন্টলমেন
৩ নাইন্টিন সেভেন্টিন
৪ লিটল উইমেন
৫ দ্য টার্নিং
দ্য টার্নিং
ফ্লোরিয়া সিগিসমন্ডি পরিচালিত হরর চলচ্চিত্র ‘দ্য টার্নিং’। পূর্ণদৈর্ঘ্য ‘দ্য রানঅ্যাওয়েজ’ (২০১০) ছাড়া সিগিসমন্ডি বেশ কিছু স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র পরিচালনা করেছেন। ‘দ্য টার্নিং’ হেনরি জেমসের ১৮৯৮ সালে প্রকাশিত ‘দ্য টার্ন অফ দ্য স্ক্রু’ অবলম্বনে নির্মিত হয়েছে। কেইটকে (ম্যাকেনজি ডেভিস) মাইলস (ফিন উল্ফহার্ড) আর তার বোন ফ্লোরার (ব্রুকলিন প্রিন্স) দেখাশোনার ভার দেয় তাদের অভিভাবক। মাইলস আর ফ্লোরার বাবা-মায়ের মৃত্যুর পর এই লোকটি তাদের দায়িত্ব নিয়েছে। ফ্লোরার সঙ্গে প্রাথমিকভাবে কেইটের বন্ধুত্ব হলেও তার বড় মাইলস তাকে শীতলভাবে গ্রহণ করে। বিশাল বাড়িতে থাকার বিভিন্ন পর্যায়ে কেইটের ভূতুড়ে অভিজ্ঞতা হতে থাকে। একসময় সে নিশ্চিত হয় বাড়িটিতে অশরীরী উপস্থিতি আছে আর তার সঙ্গে সম্ভবত মাইলস আর ফ্লোরার সম্পর্ক আছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।