পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের অধিকাংশ কেন্দ্রে লাঙলের এজেন্টদের কেন্দ্রে ঢুকতে দেয়া হয়নি বলে অভিযোগ করেছেন জাতীয় পার্টি মনোনীত মেয়রপ্রার্থী সাইফুদ্দিন আহমেদ মিলন।
তিনি অভিযোগ করে বলেছেন, আমি সহজে ভোট দিলেও আমার অনেক ভোটার বলেছেন, তারা লাঙলে বাটন টিপলেও কনফার্মেশন আসেনি। এ কারণে অনেকেই ভোট দিতে পারেননি। আমার অনেক ভোটার ভোট দিতে গিয়ে ফিরে এসেছেন তাদের ফিঙার প্রিন্ট মিলছে না।
জামিলা খাতুন স্কুলে লাঙলের ভোটারদের বাধা দেয়া হয়েছে। তারা ভোট দিতে পারেননি। এ ধরনের বেশ কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটছে বলে অভিযোগ পাচ্ছি। তারপরও আমি আশা করছি, নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হবে। গতকাল লালবাগের আমলিগোলা হাইস্কুল কেন্দ্রে ভোট দিয়ে এ অভিযোগ করেন। এরপর তিনি নির্বাচনী পরিবেশ নিয়ে নানা অভিযোগের কথা সাংবাদিকদের কাছে তুলে ধরেন।
ভোট প্রদান শেষে নির্বাচনী পরিবেশ জাতীয় পার্টির মেয়র প্রার্থী মিলন বলেন, ভোট দেয়ার সিস্টেম অনেক ভালো, সহজেই ভোট দিলাম। সময় যত গড়াচ্ছে ভোটার তত বাড়ছে। কিছু বিচ্ছিন্ন ঘটনা ছাড়া এ পর্যন্ত যা দেখলাম নির্বাচনী পরিবেশ মোটামুটি ভালো আছে। তিনি আরো বলেন, বিভিন্ন কেন্দ্রে লাঙলের এজেন্টদের ঢুকতে দেয়া হয়নি।
আমার এজেন্টরা অভিযোগ করেছেন, তাদেরকে কেন্দ্র থেকে বের করে দেয়া হয়েছে। অনেক স্থানে আমাদের ভোটারদের দাঁড়াতে দেয়া হচ্ছে না। কিছু স্থানে আমাদের ভোটারদের ভোট দিতে দেয়া হয়নি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।