Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মস্তিষ্কে আঘাত সমস্যায় ভুগছে ৬৪ মার্কিন সেনা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২ ফেব্রুয়ারি, ২০২০, ১২:০২ এএম

ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর এখন ৬৪ জন মার্কিন সেনার মস্তিষ্কে আঘাতজনিত সমস্যা ধরা পড়েছে বলে জানিয়েছে পেন্টাগন । বৃহস্পতিবার মার্কিন সামরিক দপ্তর নতুন এ সংখ্যা জানিয়েছে। গত শুক্রবার ৩৪ মার্কিন সেনার মস্তিষ্কে একই সমস্যা ধরা পড়ার কথা জানিয়েছিল পেন্টাগন। পরে মঙ্গলবার এ সংখ্যা বাড়িয়ে ৫০ বলে জানানো হয়। মার্কিন জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল মার্ক এ মিলি সংবাদ সম্মেলনে জানিয়েছেন, ৬৪ মার্কিন সেনার আঘাতকে ‘হালকা’ আঘাত হিসেবে ধরা হয়েছে। তিনি বলেন, ‘তবে কিছু ক্ষেত্রে আমরা তাদের বাকীজীবন পর্যবেক্ষণে রাখব এবং তাদের চিকিৎসার প্রয়োজন হলে তা প্রদান করা হবে।’ কর্মকর্তারা জানিয়েছেন, ৬৪ জনের মধ্যে ৩৯ জন কর্মস্থলে ফিরেছেন। উন্নত চিকিৎসা ও আরো ম‚ল্যায়নের জন্য ২১ জনকে জার্মানিতে পাঠানো হয়েছে। ৩ জানুয়ারি বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরে মার্কিন ড্রোন হামলায় ইরানের কুদস বাহিনীর কমান্ডার কাসেম সোলাইমানি নিহত হয়। এর প্রতিশোধ নিতে ৮ জানুয়ারি ইরাকের দুটি সামরিক ঘাঁটিতে মার্কিন বাহিনীর অবস্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। হামলায় যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর কোনো সদস্য হতাহত হয়নি বলে তখন দাবি করেছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড
ট্রাম্প। সিএনএন।



 

Show all comments
  • ash ২ ফেব্রুয়ারি, ২০২০, ৫:১৫ এএম says : 0
    THATS ALLL???
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মার্কিনসেনা
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ