গুলিস্তানের বিস্ফোরণে নিহত ১৬ জনের নাম-পরিচয় পাওয়া গেছে
রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। এ
ঢাকা দুই সিটি করপোরেশনে ভোটগ্রহণ চলছে। এরই মধ্যে সব মেয়রপ্রার্থী ভোট দিয়েছেন। শনিবার সকালে পৌনে ৯টার দিকে দক্ষিণের ১৫ নম্বর ওয়ার্ডের ধানমন্ডি কামরুন্নেসা গভর্নমেন্ট গার্লস হাইস্কুলে নিজের ভোট দিয়ে ভূমিধস জয়ের আশাবাদ ব্যক্ত করেন দক্ষিণের আওয়ামীলীগ মনোনীত মেয়র প্রার্থী শেখ ফজলে নূর তাপস।
ভোট দিয়ে বর হয়েই ইভিএম’র প্রশংসা করলেন তাপস- “খুব সহজ পদ্ধতি। ঝামেলা নাই। আমি আমার ভোট দিয়েছি। নৌকা মার্কায় দিয়েছি। আমরা যেভাবে প্রচারণা চালিয়েছি। মানুষ যেভাবে আমাদের গ্রহণ করেছে। তাতে আমি আশাবাদী, বিপুল ভোটে নৌকা বিজয়ী হবে।”
ভোট কেন্দ্রগুলোতে বিএনপি মনোনীত প্রার্থীর লোকবলের অনুপস্থিতি নিয়ে তাপস বলেন, “তারা যদি এজেন্ট দিতে না পারে সেটা তাদের সাংঘঠনিক দুর্বলতা। এটা নিয়ে তো আমাদের কিছু করার নেই।”
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।