Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রিজভীর প্রচারণায় হামলা সিটি নির্বাচন বানচালের চক্রান্ত -ইউট্যাবের বিবৃতি

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৩১ জানুয়ারি, ২০২০, ৮:২৩ পিএম

ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনের প্রচারণার শেষদিনে গত বৃহস্পতিবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সহ স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের ওপর আওয়ামী লীগের হামলার ঘটনায় ক্ষোভ প্রকাশ করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সংগঠন ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব)। শিক্ষক নেতৃবৃন্দ বলেন, সিটি নির্বাচনের শেষদিনের প্রচারণায় বিএনপি নেতৃবৃন্দের ওপর হামলা নির্বাচনকে বানচাল করার হীন চক্রান্ত। এমনিতেই দেশে গণতন্ত্র ও আইনের সুশাসন নেই। সিটি নির্বাচনকে সামনে রেখে মানুষের প্রত্যাশা অনেক। তারা পরিবর্তন চায়। নির্বিঘ্নে ভোট দিতে চায়। কিন্তু সরকার গণতন্ত্রের ন্যূনতম স্পেসকে বিরোধীদের কাজে লাগাতে দিচ্ছেনা। জনজোয়ার ও জনমতকে তোয়াক্কা করছেনা। ক্ষমতাসীনরা সিটি নির্বাচনকেও একতরফা ও ভোটারবিহীন কলঙ্কিত করতে চায়। তবে সময় আসছে যেদিন সরকারকে এসবের মাশুল দিতে হবে। জনগণ এখন তাদের বিরুদ্ধে সোচ্চার। গত বৃহস্পতিবার রিজভী সহ অন্য নেতৃবৃন্দের নির্বাচনী প্রচারণায় হামলা খুবই ন্যাক্কারজনক কাজ। আমরা শিক্ষক সমাজ এহেন ঘটনার নিন্দা ও প্রতিবাদ এবং দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।
ইউট্যাবের বিবৃতি দাতা শিক্ষকদের অন্যতম হলেন- সহসভাপতি অধ্যাপক ড. আশরাফুল ইসলাম চৌধুরী, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান, ড. এবিএম ওবায়দুল ইসলাম, অধ্যাপক ড. আখতার হোসেন খান, ড. ফরিদ আহমেদ, অধ্যাপক ড. আবদুর রশিদ, অধ্যাপক আমিনুল ইসলাম মজুমদার, অধ্যাপক লুৎফর রহমান, অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান, অধ্যাপক ড. আল মোজাদ্দেদী আলফেছানী, ড. গোলাম রব্বানি, ড. মাহফুজুল হক, ইসরাফিল প্রামাণিক রতন, ড. সিদ্দিক আহমদ চৌধুরী (চবি), ড. এম এ বারি মিয়া, অধ্যাপক খায়রুল (শাবিপ্রবি), ড. শামসুল আলম সেলিম (জাবি), ড. সাব্বির মোস্তফা খান (বুয়েট), অধ্যাপক তোজাম্মেল (ইবি) প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ