Inqilab Logo

বুধবার ১৩ নভেম্বর ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১, ১১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বরিশালে ইয়াবা ও গাঁজা উদ্ধার করেছে র‌্যাব-৮

বরিশাল ব্যুরো | প্রকাশের সময় : ৩১ জানুয়ারি, ২০২০, ৭:৩৬ পিএম

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-৮’মর বরিশাল সিপিএসসি ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল চট্টগ্রাম থেকে বরগুনাগামী দিদার পরিবহনের বাসে শুক্রবার রাতের প্রথম প্রহরে অচল আইপিএস এর মধ্যে বিশেষ ভাবে রক্ষিত ৯৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে। এঘটনায় বাহক মোঃ রাসেল বেপারীকে আটক করেছে র‌্যাব। রাসেলের স্বীকারোক্তি অনুযায়ী চালানের মূল হোতা মোঃ বায়েজিদ মল্লিক’কে ভান্ডারিয়া বাসস্ট্যান্ড থেকে ঐ রাতেই গ্রেফতার করা হয়।
ধৃত আসামীদ্বয় জিজ্ঞাসাবাদে পারস্পারিক যোগসাজশে দীর্ঘদিন যাবৎ চট্রগ্রাম থেকে ইয়াবা সংগ্রহ করে বরিশাল ও ভান্ডারিয়াসহ আশেপাশের বিভিন্ন থানা এলাকায় বিক্রী করার কথা স্বীকার করেছে। র‌্যাব-৮,বরিশাল সিপিএসসি'র ডিএডি মোঃ জিল্লুর রহমান বাদী হয়ে বরিশাল মহানগরীর কোতয়ালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে এব্যপারে একটি মামলা দায়ের করেছে বলে জানান হয়েছে।
এদিকে র‌্যাব-৮, বরিশাল সিপিএসসি কোম্পানীর আরেকটি বিশেষ আভিযানিক দল বরিশালের বাকেরগঞ্জ থানার পশ্চিম চরামদ্দি এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে শিউলি বেগম এর বসত বাড়ী থেকে প্রায় ১ কেজি গাজা উদ্ধার করেছে। আটককৃত শিউলি বেগম(৩৫)-এর স্বামী মোঃ সিরাজ গাজী। স্থানীয় জনসাধারণের উপস্থিতিতে ধৃত শিউলি বেগমÑএর কাছ থেকে ঐ গাঁজা উদ্ধারের কথা জানিয়ে এব্যাপারে বাকেরগঞ্জ থানায় মামলা দায়ের কথা বলা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইয়াবা

১১ ফেব্রুয়ারি, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ