মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
একজন জ্যেষ্ঠ ইরানী কূটনীতিক আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের যুদ্ধ অবসানের প্রচেষ্টা সম্পর্কে দ্বিধা প্রকাশ করেছেন। এবং এই শান্তি প্রক্রিয়া ব্যাহত করার জন্য তেহরানের বিরুদ্ধে তালেবানদের সামরিক সহায়তা দেয়ার অভিযোগ অস্বীকার করেন তিনি।
পাকিস্তানে ইরানের রাষ্ট্রদূত সাইয়েদ মোহাম্মদ আলী হোসেইনি বৃহস্পতিবার জনসমক্ষে বক্তৃতা দেওয়ার সময় বলেন তার দেশ আফগানিস্তানের শান্তি প্রচেষ্টার বিরুদ্ধে নয়। তবে তিনি বলেন, চলমান যুক্তরাষ্ট্র-তালেবান আলোচনায় ওয়াশিংটনের উদ্দেশ্য এবং ভূমিকা সম্পর্কে তেহরানের সন্দেহ রয়েছে। প্রতিবেশী দেশটিতে ১৮ বছরের পুরনো যুদ্ধের অবসান ঘটাতে যুক্তরাষ্ট্রের শান্তি প্রচেষ্টা সহায়ক হবে কিনা জানতে চাইলে হোসেইনি বলেন, "যেখানে আমেরিকার ভূমিকা রয়েছে, সেখানে আমরা ভাল কিছু আশা করতে পারি না। বেসরকারী ইসলামাবাদ পলিসি ইনস্টিটিউটে বক্তব্য রাখার সময় ইরানী এই কূটনীতিক যেকোনো ধরনের শান্তি আলোচনায় আফগান সরকারকে অগ্রাধিকার দেওয়ার বিষয়ে গুরুত্বারোপ করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।