বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
নারায়ণগঞ্জের বন্দরে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে প্রায় ১৫ হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে। গত বুধবার দুপুরে বন্দর উপজেলার তিনগাঁও এলাকায় এ অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
বন্দর উপজেলার সহকারী কমিশনার (ভ‚মি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আফিফা খানের নেতৃত্বে তিতাস কর্তৃপক্ষ বন্দর ইউনিয়নের তিনগাঁও এলাকায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নের জন্য অভিযান চালায়। ওই সময় ভ্রাম্যমাণ আদালত উপজেলার তিনগাঁও, মিনারবাড়ি, পদুঘর, ওলাক, লাঙ্গলবন্ধ ও কাইকারটেকের প্রায় ১৫ হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। অভিযানের সময় উপস্থিত ছিলেন তিতাসের প্রকৌশলী ও ডেপুটি ম্যানেজার মেজাবাবুর রহমান, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার মো. সোয়েব ও তিতসের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার মো. তানভীরসহ বন্দর থানা পুলিশের সদস্যরা।
এ ব্যাপারে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আফিফা খান জানান, অভিযানের সময় প্রায় আড়াই কিলোমিটার এলাকা জুড়ে অধৈধ গ্যাস সংযোগের পাইপ উপরে ফেলা হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।