নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
সিরিজ খেলতে আগামী মাসে পাকিস্তান সফর করবে মেরিলিবোন ক্রিকেট ক্লাব (এমসিসি) দল। এ জন্য ১২ সদস্যের স্কোয়াড ঘোষনা করেছে এমসিসি। দলটির নেতৃত্বে রয়েছেন বিশ্ব ক্রিকেটের আইনপ্রণেতা সংস্থার প্রেসিডেন্ট কুমার সাঙ্গাকারা। সফরে প্রথমে পাকিস্তান জাতীয় দলের বিপক্ষে একটি ওয়ানডে ম্যাচ খেলবে এমসিসি দল। এর পর দেশটির জাতীয় টি-টোয়েন্টি চ্যাম্পিয়নস নর্দানের সঙ্গে একটি ২০ ওভারের ম্যাচ খেলবেন তারা। পরে পাক ক্রিকেট বোর্ড (পিসিবি) একাদশের বিপক্ষে একটি টি-টোয়েন্টি ম্যাচে লড়বে দলটি। এ ছাড়া আরও দুটি ২০ ওভারের ম্যাচ খেলবে এমসিসি দল। পাকিস্তান সুপার লিগের দল (পিএসএল) লাহোর কালান্দার্স ও মুলতান সুলতানসের মুখোমুখি হবেন তারা। আসন্ন ২০২০ পিএসএল আসরের ওয়ার্মআপ হিসেবে ম্যাচ দুটি খেলবে লাহোর-মুলতান। তবে কোন কোন তারিখ ম্যাচগুলো হবে তা জানানো হয়নি।
এমসিসি দল : কুমার সাঙ্গাকারা (অধিনায়ক), রবি বোপারা, মাইকেল বুর্গেস, অলিভার হ্যানন-ডালবি, ফ্রেড ক্লাসেন, মাইকেল লিস্ক, অ্যারন লিলি, ইমরান কাইয়ুম, উইল রোডস, সাফিয়ান শরিফ, রোয়েলফ ভ্যান ডার মারউই ও রস হুইটলি।
টিভিতে দেখুন
ভারত দলের নিউজিল্যান্ড সফর
চতুর্থ টি-টোয়েন্টি, দুপুর ১২টা ৫০
সরাসরি : স্টার স্পোর্টস সিলেক্ট-১
আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ
আফগানিস্তান-পাকিস্তান, দুপুর ২টা
সরাসরি : স্টার স্পোর্টস-৩
বিগ ব্যাশ টি-২০ লিগ
রেনেগেডস-সিক্সার্স, দুপুর সোয়া ২টা
সরাসরি : সনি ইএসপিএন
স্প্যানিশ লা লিগা
গ্রানাডা-এসপানিওল, সন্ধ্যা ৬টা
রিয়াল-অ্যাটলেটিকো, রাত ৯টা
মায়োর্কা-ভ্যালাদোলিদ, রাত সাড়ে ১১টা
ভ্যালেন্সিয়া-সেল্টা ভিগো, রাত ২টা
সরাসরি : ফেসবুক লাইভ
জার্মান বুন্দেসলিগা
হার্থা বার্লিন-শালকে, রাত দেড়টা
সরাসরি : স্টার স্পোর্টস সিলেক্ট-২
ইন্ডিয়ান সুপার লিগ
মুম্বাই-নর্থ ইস্ট, রাত ৮টা
সরাসরি : স্টার স্পোর্টস-২
গ্র্যান্ড ¯ø্যাম : অস্ট্রেলিয়ান ওপেন
সেমিফাইনালস, সকাল ১০টা ও দুপুর ২টা
সরাসরি : সনি সিক্স/সনি টেন-২
এনবিএ : রেগুলার সিজনস
ক্লিপার্স-স্যাক্রামেন্তো, সকাল সাড়ে ৯টা
সরাসরি : সনি টেন-১
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।