Inqilab Logo

শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বড়পুকুরিয়া কয়লা খনিতে চীন থেকে আসা ৩ জন কর্মকর্তা নিবিড় পর্যবেক্ষণে

দিনাজপুর অফিস | প্রকাশের সময় : ৩০ জানুয়ারি, ২০২০, ৭:৫৫ পিএম

দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা খনিতে সম্প্রীতি চীন থেকে আসা ৩ জন কর্মকর্তাকে হাসপাতালের বিচ্ছিন্ন ওয়ার্ডে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন দিনাজপুরের সিভিল সার্জন ডা. আব্দুল কুদ্দুছ। তিনি জানান, গত প্রায় ১০ দিন আগে চীন থেকে আসা ৩ জন কর্মকর্তাকে কয়লা খনির অভ্যন্তরের হাসপাতালে রাখা হয়েছে। সেখানকার চিকিৎসকরা তাদেরকে চিকিৎসা দিচ্ছেন। সংশ্লিষ্টরা বিষয়টি সিভিল সার্জন কার্যালয়ে অবগত করেছেন এবং প্রয়োজন হলে এখান থেকে চিকিৎসক প্রেরন করা হবে। তবে তাদের মধ্যে এখনও করোনা ভাইরাসের লক্ষণ নেই বলে জানা গেছে।
বড়পুকুরিয়া কয়লা খনির জনসংযোগ কর্মকর্তা ও উপ-মহাব্যবস্থাপক একেএম বদরুল আলম বলেন, এই খনিতে ঠিকাদারী প্রতিষ্ঠান সিএমসি/এক্সএমসি’র অধীনে চীনের প্রায় ৫ শতাধিক কর্মকর্তা-কর্মচারী কাজ করছেন। তবে তারা ছুটিতে গেলে বা ফেরত আসলে খনি কর্তৃপক্ষকে অবগত করা হয় না। তাই বিষয়টি তার জানা নেই।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ