Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

টুর্নামেন্টের আদলে লিগ কতটা যৌক্তিক

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ৩০ জানুয়ারি, ২০২০, ৭:৪৫ পিএম

টুর্নামেন্টের আদলে সম্প্রতি শেষ হলো ঘরোয়া ভলিবলের সর্বোচ্চ আসর প্রিমিয়ার বিভাগ লিগ। ১০ দলের অংশগ্রহণে এই লিগ শেষ হয়েছে মাত্র ১৪ দিনে। নাম লিগ হলেও এখানে ছিল সেমিফাইনাল ও ফাইনাল। কোন অবনমন ছিলনা। এখন প্রশ্ন হচ্ছে- টুর্নামেন্টের আদলে লিগ কতটা যৌক্তিক? বিশ্বস্ত সুত্র জানায়, লিগের নিয়ম অনুযায়ী ১০টি দল নয়টি করে ম্যাচ খেলবে। এতে লিগের খেলা মাসব্যাপী অনুষ্ঠিত হবে। তবেই লিগ নামটি স্বার্থকতা পাবে। বেশী খেলা হলে খেলোয়াড়দের মান যাচাই করতে সুবিধা হয়। লিগের নিয়ম অনুযায়ী মাসব্যাপী যদি প্রিমিয়ার ভলিবল অনুষ্ঠিত হতো তাহলে নতুন প্রতিভাবান খেলোয়াড় বাছাই করা সহজ ছিল। কিন্তু তা করেনি ভলিবল ফেডারেশন। শুধু তাই নয়, ফেডারেশন প্রিমিয়ার লিগের নাম ব্যবহার করলেও এতে ছিলনা অবনমনের কোন ব্যবস্থা।
সূত্রটি আরো জানায়, নিয়ম অনুযায়ী পয়েন্ট টেবিলের তলানীতে থাকা একটি বা দু’টি দল অবনমনে যাওয়ার কথা। কিন্তু এবারের প্রিমিয়ার ভলিবল লিগ শেষে দেখা গেল কোন দলই অবনমনে যায়নি! এ বিষয়ে ফেডারেশনের সাধারণ সম্পাদক আশিকুর রহমান মিকু বলেন, ‘আমাদের এখানে ছয়তলা বিশিষ্ট নতুন ভবন নির্মাণ হচ্ছে। যেখানে মাঠও সংস্কার হচ্ছে। তাই মাঠ সমস্যার কারণে প্রিমিয়ার লিগের খেলা ১৪ দিনে শেষ করতে হয়েছে। ফলে দশটি দলকে দুই গ্রুপে ভাগ করে খেলা চালিয়ে নিতে হয়েছে। সেমিফাইনাল ও ফাইনাল পর্যন্ত গড়িয়েছে লিগ। অবশ্য এটা আমাদের বাইলজে রয়েছে। আর পয়েন্ট টেবিলের তলানীতে থাকা দলটিকে আমরা অবনমনও করতে পারি। এ বিষয়ে পরে জানানো হবে।’

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভলিবল

২৪ জানুয়ারি, ২০২৩
৬ ফেব্রুয়ারি, ২০২২
১৬ জানুয়ারি, ২০২২
১৫ জানুয়ারি, ২০২২
১৪ জানুয়ারি, ২০২২

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ