Inqilab Logo

সোমবার ২৩ সেপ্টেম্বর ২০২৪, ০৮ আশ্বিন ১৪৩১, ১৯ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

‘কঠোর পরিশ্রমের ফল’

প্রকাশের সময় : ২ জুলাই, ২০১৬, ১২:০০ এএম

স্পোর্টস রিপোর্টার : গ্রীণডেল্টা প্রিমিয়ার হকির নতুন চ্যাম্পিয়ন ঢাকা মেরিনার ইয়াংস ক্লাবের অধিনায়ক মামুনুর রহমান চয়ন বলেছেন, ‘আমরা কঠোর পরিশ্রমের ফল পেয়েছি। দলের এই সাফল্যে আমি জার্মান কোচ গেরহার্ড পিটারকে ধন্যবাদ জানাই। তার দিক-নির্দেশনা আমাদের শিরোপা জয় করতে সাহায্য করেছে।’ গতকাল লিগের শিরোপা নির্ধারনী ম্যাচে ঊষা ক্রীড়াচক্রকে হারিয়ে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয় মেরিনার। ম্যাচ শেষে চয়ন মিডিয়াকে বলেন, ‘শিরোপা জিতে কত যে ভালো লাগছে, তা বুঝানো মুশকিল। এর আগেও বড় তিন দলের (মোহামেডান, আবাহনী ও ঊষা) হয়ে শিরোপা জিতেছি। কিন্তু এত ভালো লাগেনি। কারণ এটা মেরিনারের প্রথম শিরোপা জয়। তাই বেশি ভালো লাগছে। ঊষা প্রথমে দু’গোল করে অতিরিক্ত আত্মবিশ্বাসী হয়ে ওঠেছিল। যার ফলে তাদের হেরে মাঠ ছাড়তে হেয়ছে। সবাই জানেন মেরিনার শেষ বিশ মিনিট জ্বলে ওঠে। আমরা তাই করেছি। ওরা গোল করলেও সময় মতোই আমরা জ্বলে ওঠবো। এটা আমার বিশ্বাস ছিলো, ধৈর্য্য ছিল। আমাদের পরিকল্পনা ছিল, ম্যাচের পুরো ৭০ মিনিট নিজেদের খেলাটা খেলবো। আর সবই কোচ পিটারের দায়িত্বশীল কোচিংয়ে ফলে।’
বাংলাদেশ জাতীয় হকি দলের কোচ ছিলেন গেরহার্ড পিটার। সেখানে সাফল্য কম পেয়েছেন তিনি। তবে ক্লাব পর্যায়ে তার সাফল্য ঈর্ষণীয়। মোহামেডানের পর মেরিনার ইয়াংসকে শিরোপা এনে দিলেন এই জার্মান কোচ। দলকে এমন সাফল্য এতে দিতে পেরে খুব খুশি পিটার। তিনি বলেন ‘আমি খুবই খুশি দল চ্যাম্পিয়ন হওয়ায়। ছেলেরা নিজেদের যোগ্যতা প্রমাণ করে শিরোপা জিতে নিয়েছে। আমরা সুপার সিক্স পর্বের পাঁচ ম্যাচেই জিতেছি। শেষ ম্যাচে ড্র হলেও খুশি হতাম। জিতে ভালো লাগছে। ঊষার বিপক্ষে গোল হজম করার পর হতাশ না হয়ে আমি খেলোয়াড়দের উৎসাহিত করেছি। এটা কাজে লেগেছে। এর আগেও আমার দল ভালো খেলেছে। বিশেষ করে বলতে হয়, মোহামেডানের মতো শক্তিশালী দলের বিপক্ষে আমরা জিতেছি। যদিও ওদের পাকিস্তানী সংগ্রহ বেশ সমৃদ্ধ ছিল।’ মেরিনার চ্যাম্পিয়ন হওয়ায় ক্লাবের হকি কমিটির চেয়ারম্যান ও স্থানীয় কাউন্সিলর আলহাজ মমিনুল হক সাঈদ দলের খেলোয়াড়দের জন্য ১০ হাজার মার্কিন ডলার বোনাস ঘোষণা করেছেন। তিনি বলেন, ‘আরমাবাগের তরুণদের এই সাফল্য পাওয়ার আকাক্সক্ষা ছিল। দীর্ঘদিনের সেই স্বপ্ন পূরণ হয়েছে।’
এদিকে চ্যাম্পিয়ন হতে পেরে মেরিনার কোচ খুশী থাকলেও হতাশ ঊষা ক্রীড়া চক্রের কোচ মামুন-উর রশিদ। তাই তো ম্যাচ শেষে তিনি বলেন, ‘ভিআইপি ও গ্যালারিতে অনাকাক্সিক্ষত ভাঙ্গচুরের পর থেকেই আমার খেলোয়াড়রা ভীতু হয়ে পড়েছিল। তাই তারা আর ম্যাচে ফিরতে পারেনি। চ্যাম্পিয়ন হওয়ার জন্য আমি মেরিনারকে ধন্যবাদ জানাই। তবে এও বলে রাখি, আমার কাছে মনে হয়েছে দু’গোলে পিছিয়ে থেকে তারা সন্ত্রাসী কর্মকাÐ চালিয়ে ম্যাচ নিজেদের করে নিয়েছে।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ‘কঠোর পরিশ্রমের ফল’
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ