নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
বিশেষ সংবাদদাতা : গত এপ্রিলে আইসিসি’র সভায় দ্বি-স্তর বিশিষ্ট টেস্ট আইডিয়া নিয়ে প্রধান নির্বাহীদের সভায় ভিডিও প্রেজেন্টেশন করেছিল আইসিসি। টেস্টে প্রতিদ্ব›িদ্বতা বাড়াতে র্যাংকিংয়ের উপরের সারির ৭টি দেশকে প্রথম স্তরে রেখে, র্যাংকিংয়ের নীচের সারির ৩টি দেশের সঙ্গে আইসিসি’র ২টি শীর্ষস্থানীয় সহযোগী সদস্য দেশকে নিয়ে দ্বিতীয় স্তরের টেস্ট প্রবর্তনের আইডিয়া তুলে ধরা হয়েছিল সে সভায়। আইসিসি’র সভায় দ্বি-স্তর বিশিষ্ট টেস্ট আইডিয়া অনুমোদন এবং ২০১৯ সাল থেকে তা প্রবর্তনের যে আওয়াজ উঠেছিল, তাতে এডিনবার্গের সভায় তা অনুমোদিত হয়ে যাওয়ার সম্ভাবনাই ছিল প্রবল। তবে এডিনবার্গে সদ্য সমাপ্ত বার্ষিক সাধারণ সভায় তা অনুমোদন করতে পারেনি ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসি। টেস্টের দ্বিতীয় স্তরে বাংলাদেশকে নামিয়ে দেয়ার ষড়যন্ত্রের জবাব আইসিসি’র চীফ এক্সিউটিভ কমিটির (সিইসি) সভায় দিয়েছে বিসিবি। বিরোধিতা করেছে টেস্টের দ্বি-স্তর আইডিয়ার। ফলে পরিস্থিতির মুখে দ্বি-স্তর টেস্ট কাঠামো নিয়ে আলোচনা হয়নি পরিচালনা পরিষদের সভায়। গতকাল এডিনবার্গ থেকে টেলিফোনে এ তথ্য দিয়েছেন বিসিবি’র সিইও নিজামুদ্দিন চৌধুরী সুজনÑ ‘আমরা আমাদের অবস্থান তুলে ধরেছি। তাই এই ইস্যুটি সিইসি পর্যন্ত থেকেছে।’
দ্বি-স্তর টেস্ট কাঠামোর বিরোধীতায় বাংলাদেশ পাশে পেয়েছে আইসিসি’র পূর্ণ সদস্য কোন কোন দেশকে, তা জানিয়েছেন সুজনÑ ‘আমরা আমাদের যে অবস্থান তুলে ধরেছি, তাতে কিছু কিছু দেশের সমর্থন পেয়েছি।’ তবে দ্বি-স্তরের বিপক্ষে বাংলাদেশ কোন কোন দেশের সমর্থন পেয়েছে, তা উল্লেখ করেননি বিসিবি সিইও। এমনকি এই প্রস্তাবে দ্বিতীয় স্তরে খেলার শংকা থাকায় আইসিসি’র সিইসি সভায় ওয়েস্ট ইন্ডিজের অবস্থানটাও জানা যায়নি। আইসিসি’র এজিএম এ দ্বি-স্তর বিশিষ্ট টেস্ট কাঠামো অনুমোদিত না হলেও দ্বি-স্তর বিশিষ্ট টেস্ট কাঠামোর আইডিয়া থেকে কিন্তু সরে আসেনি আইসিসি। পরবর্তী সভায়ও এই ইস্যুটি আলোচনার টেবিলে আসতে পারে বলে জানিয়েছেন বিসিবি সিইও।
দ্বি-স্তর টেস্ট কাঠামো প্রবর্তিত হলে প্রথম স্তরে খেলার সম্ভাবনা আছে, তা জেনেও শ্রীলংকার প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান সিদ্ধার্থ ওয়েটিমুনি, শ্রীলংকা ক্রিকেটের সেক্রেটারী মোহন ডি সিলভা এবং শ্রীলংকার ক্রীড়ামন্ত্রী দিয়াসিরি জয়সেকারা এই প্রস্তাবের বিপক্ষে তাদের মতামত দিয়েছেন বার্তা সংস্থা এএফপিকে। সাঙ্গাকারা, মাহেলা অবসর পরবর্তী গত ২ বছর যেভাবে র্যাংকিং হারাচ্ছে শ্রীলংকা, তাতে এই পদ্ধতি প্রবর্তিত হলে শংকার আলামত দেখছে শ্রীলংকা। প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান সিদ্ধার্থ ওয়েটিমুনির মতেÑ ‘এই প্রস্তাব সব কিছু ধ্বংস করে দিবে।’ মোহন ডি সিলভা বলেছেনÑ ‘আমরা খুব ভাল অবস্থানে নেই। এই বিষয়টি নিয়ে নির্বাহী কমিটিতে আলোচনা করা দরকার, বিষয়টি ভালভাবে পড়ে,বুঝে সিদ্ধান্ত নেয়া দরকার।’ শ্রীলংকার ক্রীড়া মন্ত্রী দিয়াসিরি জয়সেকারা প্রস্তাবের বিপক্ষে নিয়েছেন অবস্থানÑ ‘নেতিবাচক প্রভাব ফেলবে। যারা লীগে দুর্বলতম দল, তাদের খেলা কে দেথতে চাইবে? এই পদ্ধতি আর্থিক দিককে শাসন করার ক্ষেত্রে নেতৃত্ব দিবে।’
জিম্বাবুয়ে ক্রিকেটের সাবেক পরিচালক এবং জিম্বাবুয়ের টেস্ট ক্রিকেটার অ্যালিস্টার ক্যাম্পবেলও দ্বি-স্তর বিশিষ্ট টেস্ট আইডিয়ার বিপক্ষেÑ ‘বাংলাদেশ এবং জিম্বাবুয়ের মতো উঠতি টেস্ট দেশের জন্য এটা হবে এক ধরনের ট্র্যাজেডী। এর অর্থ আমরা উপরের সারির দলগুলোর বিপক্ষে খেলার সুযোগ পাব না।’
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।