মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : ভূমধ্যসাগরের লিবিয়া উপকূলে একটি রাবার বোট (রাবারের তৈরি বিশেষ নৌকা) উল্টে ১০ নারী অভিবাসীর প্রাণহানি হয়েছে। এ ঘটনায় দু’টি পৃথক অভিযানে শতাধিক অভিবাসীকে উদ্ধার করেছে ইতালীয় কোস্ট গার্ড। গত বৃহস্পতিবার (৩০ জুন) এই ঘটনা ঘটে বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর খবরে বলা হয়। ইতালীয় কোস্ট গার্ডের মুখপাত্র ক্যাপ্টেন কসিমো নিক্যাস্ট্র জানান, তাদের কোস্ট গার্ডের জাহাজটি ওই রাবার বোটসহ একই এলাকার অপর আরও একটি রাবার বোট থেকে ১০৭ জন অভিবাসীকে উদ্ধার করেছে। অতিরিক্ত ভারে রাবার বোটে পানি উঠে ডুবতে শুরু করে। এ সময় বোটে লোকজনের মধ্যে হুড়োহুড়ি শুরু হলে দম বন্ধ হয়ে অথবা বোটটি উল্টে তাদের মৃত্যু হয়েছে বলে জানান তিনি। পরে কোস্ট গার্ডের সদস্যরা রাবার বোট থেকে ওই ১০ নারী অভিবাসীর মরদেহ উদ্ধার করে। বিবিসি, রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।