Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কাল ‘জওয়ানি জানেমান’ মুক্তি পাচ্ছে

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৩০ জানুয়ারি, ২০২০, ১২:১১ এএম

বলিউডের ‘জওয়ানি জানেমান’, ‘হ্যাপি হার্ডি অ্যান্ড হির’, ‘পাগল-এ-আজম’ এবং ’গুল মাকাই’ ফিল্ম চারটি মুক্তি পাবে। ব্ল্ক নাইট ফিল্ম, নর্দার্ন লাইট ফিল্মস এবং পূজা এন্টারটেইনমেন্ট ইন্ডিয়া লিমিটেডের ব্যানারে ‘জওয়ানি জানেমান’ মুক্তি পাবে। ফ্যামিলি কমেডিটি প্রযোজনা করেছেন জ্যাকি ভাগনানি, দীপশিখা দেশমুখ, সাইফ আলি খান এবং জয় শেভাক্রামানি। নিতিন কাক্কারের পরিচালনায় অভিনয় করেছেন সাইফ আলি খান, টাবু, আলায়া ফার্নিচারওয়ালা, ফরিদা জালাল, কুমুদ মিশ্র এবং কুব্রা সাইত। গৌরব রোশান, তনিষ্ক বাগচী, সুখবিন্দার শিন্দা এবং প্রেম হরদীপ সঙ্গীত পরিচালনা করেছেন। ‘হ্যাপি হার্ডি অ্যান্ড হির’ মুক্তি পাবে পূজা এন্টারটেইনমেন্ট ইন্ডিয়া লিমিটেড, আনন্দ ফিল্ম কোম্পানি লিমিটেড, ইউকে প্রডাকশন, এইচ আর মিউজিকের ব্যানারে। মিউজিকাল ড্রামাটি প্রযোজনা করেছেন দীপশিখা দেশমুখ এবং সবিতা মানাকচান্দ। রাকার পরিচালনায় অভিনয় করেছেন হিমেশ রেশম্মিয়া, সোনিয়া মান, নরেশ সুরি, মানমিত সিং, অশ্বিন ধর, সেজাল শাহ এবং ত্রæপ্তি কর্মকার। হিমেশ রেশম্মিয়া সঙ্গীত পরিচালনায়। বিকাস পি কাভথেকার এবং এপিএস রঘুবংশী ‘পাগল-এ-আজম’ পরিচালনা করেছেন; ফিল্মটিতে অভিনয় করেছেন আদিত্য প্রতাপ সিং, মানদীপ কওর মান্নাত,সোনিয়া শর্মা এবং লিলিপুট ফারুক। মালালা ইউসুফজাইকে নিয়ে বায়ো-ড্রামা ফিল্ম ‘গুল মাকাই’ পরিচালনা করেছেন এইচ. ই. আমজাদ খান; অভিনয় করেছেন অতুল কুলকার্নি, রীমা শেখ, দিব্য দত্ত এবং কমলেশ গিল।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ফিল্ম


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ