Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বোমা নিষ্ক্রিয় করতে সরিয়ে নেয়া হয় আট হাজার বাসিন্দাকে

প্রকাশের সময় : ২ জুলাই, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার অবিস্ফোরিত একটি বোমা নিষ্ক্রিয় করার জন্য জার্মানির মিউনিখের একটি এলাকা থেকে আট হাজার বাসিন্দাকে সরিয়ে নেয়া হয়। ২৫০ কেজি ওজনের বোমাটি মিউনিখের শোয়াবিং জেলার একটি কন্সট্রাকশন এলাকায় পাওয়া যায়। কর্তৃপক্ষ এটি গত বুধবার নিষ্ক্রিয় করে। বোমাটি নিষ্ক্রিয় করার আগে ৫০০ মিটার ব্যাসার্ধে থাকা আট হাজার অধিবাসীর সবাইকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়। এরপর বিকালে বোমাটি সাফল্যের সঙ্গে নিষ্ক্রিয় করা হয় বলে মিউনিখের পুলিশ ও দমকল কর্তৃপক্ষ জানিয়েছে। বোমা নিষ্ক্রিয় করার সময় বাস ও ট্রামসহ আশপাশের যান চলাচল ব্যবস্থায় বিঘœ ঘটে। রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বোমা নিষ্ক্রিয় করতে সরিয়ে নেয়া হয় আট হাজার বাসিন্দাকে
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ