Inqilab Logo

মঙ্গলবার ২৪ সেপ্টেম্বর ২০২৪, ০৯ আশ্বিন ১৪৩১, ২০ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

করোনাভাইরাস ঠেকাতে ক্যাম্প

তেঁতুলিয়া (পঞ্চগড়) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৯ জানুয়ারি, ২০২০, ১২:০২ এএম

করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে বাংলাবান্ধা স্থলবন্দরে সন্দেহজনক যাত্রীদের মেডিক্যাল চেকআপের জন্য জরুরি মেডিক্যাল ক্যাম্প বসানো হয়েছে।
কয়েক সপ্তাহ জুড়ে চীনে করোনা ভাইরাসে হাজার হাজার লোক আক্রান্ত হওয়ার খবরে চীনের প্রতিবেশী দেশসহ সারা বিশে^ চীনা নাগরিকদেরকে যাতায়াতের ওপর সতর্ক দৃষ্টি রাখছে। একই সঙ্গে দেশের সকল স্থল ও নৌ বন্দরে দেশ থেকে আগত যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষাসহ সতর্ক দৃষ্টি ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশনা অনুযায়ী তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা স্থল বন্দরে সন্দেহজনক যাত্রীদের মেডিক্যাল চেকআপের জন্য জরুরি ক্যাম্প বসানো হয়েছে।
গতকাল থেকে ভারত, নেপাল, ভুটান ও চীন থেকে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশের কারণে নোবেল করোনা ভাইরাস যেন বাংলাদেশে প্রবেশ করতে না পারে সে জন্য আগত রোগীদের সনাক্ত করনের জন্য একটি মেডিক্যাল টিম গঠন করা হয়েছে। এ টিম জেলা পর্যায়ের নির্দেশনা মোতাবেক কাজ করে যাবে।



 

Show all comments

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

১৫ অক্টোবর, ২০২২

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ