Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিয়ে করেছেন কণ্ঠশিল্পী উপমা

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২৯ জানুয়ারি, ২০২০, ১২:০২ এএম

বিয়ে করেছেন কন্ঠশিল্পী শারমিন সুলতানা উপমা। পাত্র পাবনার ছেলে সালমান কামাল। ডেনমার্কে স্কলারশীপ নিয়ে ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে এমএস করেছেন তিনি। দুই পরিবারের উপস্থিতিতে গত ২২ জানুয়ারি তাদের আকদ সম্পন্ন হয় বলে জানান উপমা। তিনি বলেন, পরিবারের পছন্দে বিয়ে করেছি। আমাদের এখন শুধু কাবিন হয়েছে। বিয়ের আনুষ্ঠানিকতা আরও পরে হবে। ব্রাহ্মনবাড়িয়ার আশুগঞ্জের মেয়ে উপমা এখন একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে স্নাতক করছেন। ২০১৪ সালে প্রকাশিত হয় উপমার প্রথম অ্যালবাম ‘উপমা-১’ এবং ২০১৮ সালে মুক্তি পায় তার দ্বিতীয় অ্যালবাম ‘উপমা- তোমার অভাব’। বর্তমানে উপমা স্টেজ শো নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন। তার উল্লেখযোগ্য গানগুলোর মধ্যে রয়েছে সবার আগে মা, সপেছি মন, অভিমানী, তোমার অভাব, ভালবাসী বলবো তোকে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ