Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গ্রিন ইউনিভার্সিটিতে নবীন শিক্ষার্থীদের বরণ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৮ জানুয়ারি, ২০২০, ৫:২৪ পিএম

বর্নাঢ্য আয়োজনের মধ্য দিয়ে নবীন শিক্ষার্থীদের বরণ করেছে গ্রিন ইউনিভার্সিটির শিক্ষক-শিক্ষার্থীরা। মঙ্গলবার (২৮ জানুয়ারি) বিশ^বিদ্যালয়ের শেওড়াপাড়া ও পূর্বাচল আমেরিকান সিটিস্থ স্থায়ী ক্যাম্পাসে স্প্রিং-২০২০ সেমিস্টারে ভর্তি হওয়া শিক্ষার্থীদের নিয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মো. গোলাম সামদানী ফকিরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রো-ভিসি প্রফেসর ড. মো. আব্দুর রাজ্জাক, ট্রেজারার ও ছাত্রবিষয়ক পরিচালক মো. শহীদ উল্লাহ, ডিন প্রফেসর ড. গোলাম আহমেদ ফারুকী, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মো. সাইফুল ইসলাম বক্তব্য রাখেন।

গোলাম সামদানী ফকির বলেন, শিক্ষা হলো মানুষের বেড়ে ওঠার সোপান। শিক্ষাহীন মানুষ কখনও লক্ষ্যে পৌঁছাতে পারে না। তিনি বলেন, একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জে টিকে থাকতে শুধু মেধাবী হলেই চলবে না, নিজেকে সৎ ও যোগ্য নাগরিক হিসেবেও গড়ে তুলতে হবে। পাশাপাশি জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে মানবিক মূল্যবোধ দ্বারা তাড়িত হতে হবে; তবেই শিক্ষার মূল উদ্দেশ্য হাসিল হবে। আগামী চার বছরের জন্য গ্রিন বিশ্ববিদ্যালয়কে দক্ষতা অর্জনের মাধ্যম হিসেবে গ্রহণ করার আহ্বান জানান তিনি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ