গুলিস্তানের বিস্ফোরণে নিহত ১৬ জনের নাম-পরিচয় পাওয়া গেছে
রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। এ
বঙ্গবন্ধু মেমোরিয়াল এওয়ার্ড পেয়েছেন সোনালী ব্যাংকের জেনারেল ম্যানেজার জাকির হোসেন খান। প্রতিবন্ধীদের নিয়ে প্রায় তিন দশক কাজ করায় তাকে এই এওয়ার্ড প্রদান করা হয়। সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরসি মজুমদার মিলনায়তনে মুজিব জন্মশতবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অবদানের জন্য তাকে সম্মাননা স্মারক ও ক্রেস্ট প্রদান করা হয়। মঙ্গলবার (২৮ জানুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। অনুষ্ঠানে দেশের বিভিন্ন সেক্টরে অবদান রাখায় বঙ্গবন্ধু ফাউন্ডেশনের ১৩ জন বিশিষ্ট ব্যক্তিকে সম্মননা ও ক্রেস্ট প্রদান করা হয়।
প্রধান অতিথি থেকে এওয়ার্ডপ্রাপ্তদের সম্মাননা স্মারক ও ক্রেস্ট তুলে দেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা। এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি আ আ ম স আরেফিন সিদ্দিক, সংসদ সদস্য মনিরা সুলতানা, কাজী কানিজ সুলতানা, বঙ্গবন্ধু ফাউন্ডেশন ইউএসএ’র প্রতিষ্ঠাতা সভাপতি পীরজাদা নুরুল আবেদীন উপস্থিত ছিলেন ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।