Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ট্রেনযাত্রীদের ফুল দিয়ে বরণ

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ২৮ জানুয়ারি, ২০২০, ১২:০০ এএম

নতুন কোচ নিয়ে সিলেট থেকে আসা আন্তঃনগর পাহাড়িকা ও উদয়ন এক্সপ্রেস ট্রেনের যাত্রীদের ফুল দিয়ে বরণ করেন রেলওয়ের পূর্বাঞ্চলের কর্মকর্তারা। গত রোববার রাতে চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে পৌঁছলে ট্রেনের যাত্রীদের ফুল দিয়ে বরণ করে নেন পূর্বাঞ্চলের বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা আনসার আলী। নতুন এ ১৩টি কোচ থেকে ১৩ জনকে লটারির মাধ্যমে নির্বাচিত করে পুরস্কারও দেয়া হয়।
রেলওয়ে সূত্র জানায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার কল্যাণে চট্টগ্রাম-সিলেট রুটে নতুন কোচ সংযুক্ত হয়। রেলওয়ের পরিবর্তনের অংশ হিসেবে প্রত্যেক যাত্রীকে ফুল দিয়ে বরণ করে নেয়া হয়। পাশাপাশি যাত্রীদের থেকে বিভিন্ন পরামর্শ ও অভিযোগও শুনা হয়। যাত্রীদের হয়রানি বন্ধে ইতোমধ্যে রেলওয়ে পূর্বাঞ্চল থেকে বেশকিছু পদক্ষেপ গ্রহণের পাশাপাশি কালোবাজারি বন্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হয়েছে। ওইদিন দুপুরে সিলেট রেলস্টেশনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে নতুন কোচ সম্পন্ন ট্রেন দু’টির আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ট্রেনযাত্রী
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ