Inqilab Logo

বুধবার, ১৫ মে ২০২৪, ০১ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৬ জিলক্বদ ১৪৪৫ হিজরী

ওনেত্রকোনায় ছুরিকাঘাতে ট্রেনযাত্রী নিহত

প্রকাশের সময় : ১৮ মে, ২০১৬, ১২:০০ এএম

নেত্রকোনা জেলা সংবাদদাতা : নেত্রকোনা জেলার মোহনগঞ্জ রেলস্টেশনে গতকাল মঙ্গলবার দুপুর সোয়া দুইটার দিকে এক ব্যাক্তির ছুরিকাঘাতে বাদল বিশ্বাস (৬০) নামে এক ট্রেনযাত্রী নিহত হয়েছেন। নিহত ট্রেনযাত্রী বাদল বিশ্বাস বাড়ী সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলার নিধীপুর গ্রামে।
মোহনগঞ্জ জিআরপি পুলিশের সেকেন্ড অফিসার জিয়াউল হক জানান, অসুস্থ বাদল বিশ্বাস নেত্রকোনায় ডাক্তার দেখানোর জন্য বাড়ী থেকে রওনা হয়ে বেলা সোয়া দুইটার দিকে মোহনগঞ্জ স্টেশনে মহুয়া ট্রেনের জন্য অপেক্ষা করছিল। এ সময় এক ব্যাক্তি তাকে ছুরিকাঘাত করে। স্থানীয় লোকজন গুরুতর আহত বাদল বিশ্বাসকে মোহনগঞ্জ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। স্টেশনে অপেক্ষারত যাত্রী সাধারণ ও জিআরপি পুলিশ ধাওয়া করে হামলাকারী ব্যাক্তিকে আটক করে। আটককৃত ব্যাক্তির নাম এজিম উদ্দিন(৫৫)। তার বাড়ী সিলেটের গোলাপগঞ্জ। তবে কি কারণে, কেন তাকে হত্যা করা হয়েছে, সে ব্যাপারে কেউ কোন সদুত্তর দিতে পারেনি।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ওনেত্রকোনায় ছুরিকাঘাতে ট্রেনযাত্রী নিহত
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ