Inqilab Logo

শুক্রবার ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

আতঙ্কিত না হওয়ার আহবান মেয়রের

করোনাভাইরাস নিয়ে বৈঠক

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ২৮ জানুয়ারি, ২০২০, ১২:০১ এএম

প্রাণঘাতী করোনা ভাইরাস সংক্রান্ত বিষয়ে এক জরুরি সভা গতকাল (সোমবার) চসিক মিলনায়তনে মেয়র আ জ ম নাছির উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। বিশ^জুড়ে আতঙ্ক ছড়াচ্ছে চীনের করোনা ভাইরাস। সচেতনতাই এর অন্যতম প্রতিরোধ ব্যবস্থা উল্লেখ করে মেয়র বলেন, এতে আতঙ্কিত হওয়ার কিছু নেই। এরপরেও দেশে এ ভাইরাস যেন প্রবেশ করতে না পারে সেজন্য প্রত্যেককেই সতর্কতার অংশ হিসেবে মুখে মাস্ক ব্যবহার, গণপরিবহন ও ময়লা পোশাক এড়িয়ে, প্রচুর রস এবং পর্যাপ্ত পানি পান, ঘরে ফিরে হ্যান্ডওয়াশ দিয়ে ভালো করে হাত ধোঁয়া, ডিম কিংবা গোশত রান্নার সময় ভালো করে সিদ্ধ করা, থাকার ঘর এবং কাজের জায়গা পরিষ্কার রাখার অনুরোধ জানান।

জরুরী প্রয়োজনে নগরবাসীকে সিটি কর্পোরেশনের জেনারেল হাসপাতাল, যেমন মাতৃসদন হাসপাতালসহ ওয়ার্ডস্থ স্বাস্থ্য কেন্দ্রসমূহে দায়িত্বরত চিকিৎসকের পরামর্শ নেয়ার আহŸান জানান। সভায় চট্টগ্রাম বিভাগীয় পরিচালক ডা. হাসান শাহরিয়ার কবীর, চসিক প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সামসুদ্দোহা, সচিব মোহাম্মদ আবু শাহেদ চৌধুরী, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আকতার চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ