Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

৩১ জেলে হত্যা মামলার আসামি ‘বন্দুকযুদ্ধে’ নিহত

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ২৭ জানুয়ারি, ২০২০, ১২:০০ এএম

বঙ্গোপসাগরে ৩১ জেলেকে মাছ ধরার ট্রলার থেকে ফেলে হত্যা মামলার প্রধান আসামি মোর্শেদ আলম (৩৫) র‌্যাবের সাথে কথিত বন্দুকযুদ্ধে মারা গেছেন। গতকাল রোববার ভোরে চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বাণীগ্রামের লটমণি পাহাড়ে গোলাগুলির ওই ঘটনা ঘটে।

পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে একটি বিদেশি পিস্তল, দেশে তৈরি দুইটি ওয়ান স্যুটার গান ও একটি এলজি, ১৯ রাউন্ড গুলি ও চারটি রামদা উদ্ধার করা হয়েছে। মোর্শেদের বাড়ি বাঁশখালীর চাম্বল এলাকায়। তার বিরুদ্ধে তিনটি হত্যা, ডাকাতি, দস্যুতাসহ অন্তত ২৪টি মামলা রয়েছে। ২০১২ সালে বঙ্গোপসাগরে ৩১ জন জেলেকে ট্রলার থেকে ফেলে দিয়ে হত্যা মামলারও অন্যতম আসামি মোর্শেদ।
র‌্যাব কর্মকর্তা এএসপি তারেক আজিজ বলেন, মোর্শেদ তার দলবল নিয়ে লটমণি পাহাড়ে বৈঠক করছে খবর পেয়ে র‌্যাবের একটি টহল দল রাতে সেখানে অভিযানে যায়। তখন মোর্শেদ ও তার সহযোগীরা র‌্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়ে। র‌্যাব সদস্যরাও পাল্টা গুলি চালায়। দুই পক্ষের মধ্যে বন্দুকযুদ্ধের এক পর্যায়ে মোর্শেদের লোকজন পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে মোর্শেদের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বন্দুকযুদ্ধে


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ