বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি, রেডক্রিসেন্ট সিটি ইউনিটের সেক্রেটারি বিশিষ্ট সমাজসেবী শাহীন আকতার রেনী বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী মুজিববর্ষ উপলক্ষ্যে রেডক্রিসেন্ট রক্তকেন্দ্র বছরব্যাপী রক্তদান কর্মসূচির আয়োজন করবে। বঙ্গবন্ধু সপরিবারে জীবন দিয়েছেন দেশের মানুষের জন্য। জাতীয় চার নেতাসহ ত্রিশ লাখ শহীদের রক্তস্নাত পূণ্যভূমি বাংলাদেশ। মুজিববর্ষ উপলক্ষ্যে রেডক্রিসেন্ট রক্ত কেন্দ্র রাজশাহী বর্ষব্যাপী স্বেচ্ছাই রক্তদান কর্মসূচি প্রস্তুতিমূলক সভা ও রক্তদান কর্মসূচি উদ্বোধনকালে এসব কথা বলেন। এ সময় মুজিববর্ষ সকল প্রতিষ্ঠানকে তাদের কর্মসূচিতে রক্তদান কর্মসূচি রাখার আহবান জানান। রেনী আরো বলেন, দেশের মোট জনগোষ্ঠীর এক বিরাট অংশ যুব সমাজ এরা আমাদের বোঝা নয়, সম্পদ। তাদের যথাযথভাবে কাজে লাগাতে হবে। তাদের প্রতিদিনের একটি ভাল কাজ পুরো দেশটাকে বদলে দিতে পারবে। অসহায় মানুষের পাশে দাড়ানোর ব্রত নিয়ে রেডক্রিসেন্টের যুব সদস্যরা যে কাজ করছে তার প্রশংসা করেন। সমাজকে বদলে দেওয়ার লক্ষ্যে যুব সমাজকে কাজে লাগাতে হবে। পরে তিনি রেডক্রিসেন্ট স্কুল পরিদর্শন করেন। সভায় সভাপতিত্ব করেন রেডক্রিসেন্ট সিটি ইউনিটের ভাইস চেয়ারম্যান রেজাউল করিম রাজু। বক্তব্য রাখেন ইউনিট নির্বাহী সদস্য বীর মুক্তিযোদ্ধা নওশের আলী, রাজশাহী শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান প্রফেসর তানবিরুল আলম। সঞ্চালনায় যুব প্রধান শিমুল হোসেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।