Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মুজিববর্ষ উদযাপনের লক্ষ্যে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচীতে র‌্যাব-৯

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ৫ জানুয়ারি, ২০২১, ৭:৩২ পিএম

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবর্ষ উপলক্ষে দেশে মুজিববর্ষ পালন করা হচ্ছে। মুজিববর্ষ উদযাপনের লক্ষ্যে ১ জানুয়ারি থেকে প্রথম ৭ কর্মদিবসকে র‌্যাব ফোর্সেস সদর দপ্তর ‘র‌্যাব সেবা সপ্তাহ’ ঘোষণা করে পালন করছে বিভিন্ন কর্মসূচি। এরই ধারাবাহিকতায় সিলেটে র‌্যাব-৯ আয়োজিত কর্মসূচির চতুর্থ দিনে আজ (মঙ্গলবার) স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির। কর্মসূচির উদ্বোধন করেন র‌্যাব-৯ এর অধিনায়ক লে. কর্ণেল আবু মূসা মো. শরীফুল ইসলাম। এতে র‌্যাব-৯ এর মিডিয়া অফিসার এএসপি ওবাইন রক্তদান করেন প্রথমে। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন র‌্যাব-৯ এর উপ-অধিরায়ক মেজর মো. শওকাতুল মোনায়েম, স্পেশাল কোম্পানি (ইসলামপুর ক্যাম্প) এর কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. সামিউল আলম এবং অতিরিক্ত পুলিশ সুপার বসু দত্ত চাকমা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ